• জয়েশে যোগ পুলওয়ামা কাণ্ডের চক্রীর স্ত্রীর
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জড়িত মহিলা চিকিৎসক শাহিনের সঙ্গে জয়েশের নারীবাহিনী ‘জামাত-উল-মোমিনতে’র যোগ ইতিমধ্যেই সামনে এসেছে। এবার সামনে আসছে আরও একটি নাম। দিল্লি বিস্ফোরণের কয়েক সপ্তাহ আগে জয়েশের এই মহিলা ব্রিগেডে নাম লিখিয়েছিল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড উমর ফারুকের স্ত্রী আফিরা বিবি। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলার ঘটনায় ৪০ জওয়ানের মৃত্যু হয়েছিল। সেই হামলার ষড়যন্ত্রকারী ছিল জয়েশের শীর্ষ কমান্ডার উমর ফারুক। তার স্ত্রী আফিরা বিবি এবার জয়েশের মহিলা বাহিনীতে যোগ দিয়েছেন বলে খবর। ‘জামাত-উল-মোমিনত’ নামে এই মহিলা বাহিনীর নেতৃত্বে রয়েছেন মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার। ‘অপারেশন সিন্দুরে’র পর ভারতের বিরুদ্ধে বদলা নিতে পৃথক এই মহিলা বাহিনী চালু করে জয়েশ। সেই বাহিনীর অন্যতম মুখ হয়ে উঠেছে উমর ফারুকের স্ত্রী আফিরা।
  • Link to this news (বর্তমান)