নয়াদিল্লি: ‘দাওয়াত কে লিয়ে বিরিয়ানি তইয়ার হ্যায়।’ ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ধৃত মহিলা চিকিৎসক শাহিনের চ্যাট থেকে মিলেছে এমনই মেসেজ। তদন্ত সূত্রে জানা গিয়েছে, এটা আসলে সাংকেতিক বার্তা। ‘দাওয়াত’ বলতে বিস্ফোরণ আর বিস্ফোরক বোঝাতে ‘বিরিয়ানি’ শব্দটি ব্যবহার করা হয়েছিল। এভাবেই কোড ওয়ার্ডের মাধ্যমে সঙ্গীদের সঙ্গে কথা বলেছিল শাহিন। তাহলে কি দিল্লি বিস্ফোরণ সংক্রান্ত কথা হয়েছিল? শাহিন ও তার সঙ্গীদের মধ্যে যাবতীয় কথোপকথন খতিয়ে দেখে সেই তথ্যই অনুসন্ধান করছেন তদন্তকারী আধিকারিকরা।
বিস্ফোরণ কাণ্ডে আরও একটি নতুন তথ্য উঠে এসেছে। অযোধ্যার রামমন্দির ও কাশী বিশ্বনাথ মন্দির সহ রাজধানীতে সেনা ভবন, বায়ুসেনা অফিস, বিজেপির অফিস ও সংসদ ভবনেও বিস্ফোরণের ছক কষা হয়েছিল। জানা গিয়েছে, গত দু’বছর ধরে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করেছিল আততায়ীরা। দেশের একাধিক গোপন ডেরায় তৈরি করা হয়েছিল বিস্ফোরক।