• আবাসন প্রকল্পের নকশা অনুমোদন, ৪৫ কোটি ‘ফি’ আদায় পুরসভার
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ই এম বাইপাস সংলগ্ন জমিতে গড়ে উঠছে শহরের অন্যতম বৃহৎ এবং সুউচ্চ আবাসন প্রকল্প। দেশের একটি নামকরা ডেভেলপার সংস্থার এই প্রকল্পের নকশা অনুমোদন করে বিপুল পরিমাণ টাকা কোষাগারে আনল কলকাতা পুরসভা। বিল্ডিং বিভাগ জানাচ্ছে, শুধুমাত্র ওই নির্মাণের নকশা অনুমোদনের ফি বাবদ প্রায় ৪৫ কোটি টাকা আদায় হয়েছে। কোনও আবাসন প্রকল্পের বিল্ডিং প্ল্যান অনুমোদন দিয়ে ফি বাবদ পাওয়া এই টাকার অঙ্ক পুর-ইতিহাসে বেনজির বলেই জানাচ্ছেন কর্তারা। পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে খবর, ই এম বাইপাসে মিলনমেলা বা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের পিছনে মঠেশ্বর তলায় প্রায় ৬০০ কাঠা জমি কিনেছে ওই সংস্থা। সেখানেই তৈরি হবে চারটি ৩৩তলা টাওয়ার। ইতিমধ্যে পুরসভার বিল্ডিং বিভাগের কাছে সংশ্লিষ্ট ডেভেলপার সংস্থা নির্মাণের নকশা জমা দিয়ে অনুমোদন পেয়েছে। এক পুরকর্তা বলেন, ‘এর আগেও শহরে এমন বড় বড় আবাসন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু, আজ পর্যন্ত কোনও আবাসন প্রকল্পের নির্মাণ-নকশায় অনুমোদন দিয়ে এত টাকা ফি আদায় হয়নি। যখন এই আবাসন তৈরি হয়ে যাবে, তখন মিউটেশন-অ্যাসেসমেন্ট করিয়েও মোটা টাকা আয় হবে পুরসভার।’ 

    কর্তৃপক্ষ আরও জানাচ্ছে, চলতি অর্থবর্ষে শুধু ই এম বাইপাসের ধারে তিনটি এমন বড় আবাসন ও হোটেল প্রকল্পের নির্মাণ-নকশায় অনুমোদন দিয়ে ১০০ কোটির বেশি টাকা ফি আদায় হয়েছে। আগামী দিনে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এলাকাতেও এমন কয়েকটি বড় বড় নির্মাণ প্রকল্প অনুমোদন পেতে চলেছে।
  • Link to this news (বর্তমান)