নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জালিয়াতি করে দফায় দফায় একটি বেসরকারি সংস্থার ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ওই ঘটনার তদন্তে নেমে হেয়ার স্ট্রিট থানার পুলিশ ওড়িশা থেকে ওই সংস্থার এক কর্তাকে গ্রেফতার করেছে। ওড়িশা থেকে ট্রানজিট রিমান্ডে ধৃতকে রাজ্যে আনা হয়। এরপর বুধবার ব্যাঙ্কশালের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজির করা হয় তাঁকে। বিচারক জামিনের আর্জি নাকচ করে তাঁকে ২০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, গত এক বছর ধরে আর্থিক প্রতারণা চলেছে বলে অভিযোগ। বিষয়টি নজরে আসার পরেই বেসরকারি সংস্থাটির তরফে পুলিসে অভিযোগ করা হয়। সরকারি আইনজীবী এদিন আদালতে বলেন, অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তকারীরা অভিযুক্ত ব্যক্তিকে আইনি নোটিস দিয়ে থানায় ডেকে পাঠান। কিন্তু তিনি গরহাজির ছিলেন। শেষ পর্যন্ত মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ অভিযুক্তকে ওড়িশা থেকে গ্রেফতার করতে সমর্থ হয়।