• বাসুদেবপুরে ‘দুয়ারে চিকিৎসা’ ১৬৭ জনকে
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: প্রত্যন্ত ও দুর্গম এলাকায় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি সল্টলেকের স্বাস্থ্যভবন থেকে ওই পরিষেবার উদ্বোধন করেছেন। আর বুধবার জগদ্দল বিধানসভার কাউগাছি-২ পঞ্চায়েতের বাসুদেবপুরে এমনই এক ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে ১৬৭ জন রোগীর চিকিৎসা করা হলো। তাঁদের ব্লাড প্রেশার মাপা, ব্লাড সুগার পরীক্ষা, ইসিজি এবং ইউএসজি করা হয়। কী ওষুধ খেতে হবে, গ্রামবাসীদের পরীক্ষা করে সেই প্রেসক্রিপশনও করে দেন চিকিৎসকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম সহ স্বাস্থ্যদপ্তরের কর্তারা। জেলা স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন, এর ফলে আর গ্রামের মানুষকে চিকিৎসার জন্য দূরে শহরের হাসপাতালে যেতে হবে না। শুরু হলো দুয়ারে চিকিৎসা পরিষেবা। ‘মোবাইল মেডিকেল ইউনিট’ বা ভ্রাম্যমাণ ওই চিকিৎসা কেন্দ্রগুলিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা থাকবেন।
  • Link to this news (বর্তমান)