নিজস্ব প্রতিনিধি, বারাসত: সীমান্তে ফের সোনা পাচার রুখল বিএসএফ। দক্ষিণবঙ্গ সীমান্তের স্বরূপনগরের ১৪৩ ব্যাটালিয়নের জওয়ানরা মঙ্গলবার এক চোরাকারবারিকে হাতেনাতে পাকড়াও করেন। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৭১২ গ্রাম ওজনের ছ’টি সোনার বিস্কুট। এর বাজার মূল্য প্রায় সাড়ে ৮৮ লক্ষ টাকা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে খবর আসে যে, তারালি ১ সীমান্ত ফাঁড়ির হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে সোনা পাচার হতে পারে। সেই মতো জওয়ানরা হাকিমপুর চেক পোস্ট ও সংলগ্ন এলাকায় নজরদারি বাড়িয়ে দেন। সকাল সাড়ে ১১টা নাগাদ জওয়ানদের নজরে আসে, এক ব্যক্তি ধানখেতের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে প্রধান সড়কে উঠে আসছেন। সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। তখন তাঁর লুঙ্গির গিঁটে বাদামি টেপে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। সেটি খুলতেই বেরিয়ে আসে ছ’টি সোনার বিস্কুট। এরপর ওই পাচারকারীকে আটক করে তারালি ১ ফাঁড়িতে নিয়ে যায় বিএসএফ। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, ওই সোনা বাংলাদেশ থেকে আনা হয়েছিল। উদ্ধার করা সোনা শুল্কদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।