আড়াই বছর পর রাজপুর-সোনারপুর পুরসভা পেল নতুন ভাইস চেয়ারম্যান
বর্তমান | ১৩ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজপুর সোনারপুর পুরসভা আড়াই বছর পর নতুন ভাইস চেয়ারম্যান পেল। বুধবার এই পদে নিযুক্ত করা হল ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পাপিয়া মুখোপাধ্যায়কে। ২০২২ সালে তিনি প্রথমবার কাউন্সিলার হয়েছেন। এদিন ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিয়ে কাজে যোগ দিলেন পাপিয়াদেবী। তিন বছর আগে পুরভোটের পরে এখানে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছিল সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মোফাজ্জল হোসেনকে। কিন্তু কাজে যোগ দেওয়ার ছ’ মাসের মাথায় নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে দল সরিয়ে দেয়। সেই থেকে ফাঁকা ছিল পদটি।
এদিকে, এই সময়েই রাজ্যের একাধিক পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ আনছে তৃণমূল নেতৃত্ব। সেই সূত্রে রাজপুর সোনারপুরে বহুদিনের ফাঁকা একটি পদ পূরণ করল দল। সূত্রের খবর, কাকে এই আসনে বসানো হবে, সেটা নিয়ে কিছুদিন ধরেই আলোচনা চলছিল বিভিন্ন মহলে। একাধিক দাবিদারদের নামও উঠে আসে। শেষে সোনারপুর উত্তর থেকে প্রথবারের কাউন্সিলারকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল দল।
এদিন চেয়ারম্যান পল্লব দাস পাপিয়াদেবীকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইসি নজরুল আলি মণ্ডল, সোনালি রায় সহ কয়েকজন কাউন্সিলার ও পুরসভার আধিকারিকরা। নতুন দায়িত্ব পেয়ে পাপিয়াদেবী বলেন, মানুষ যাতে সব রকম পরিষেবা পায়, সেই জন্যই কাজ করব। চেয়ারম্যানের কথায়, দু’জন হওয়ায় কাজের ভার কমবে। নতুন ভাইস চেয়ারম্যানকে বেশ কিছু দপ্তরের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।