• পঞ্চায়েতে প্রকল্প রূপায়ণে পিছিয়ে দক্ষিণ ২৪ পরগনা, দ্রুত কাজ শেষের নির্দেশ
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন প্রকল্প রূপায়ণে পিছিয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। বুধবার জেলা প্রশাসনের সঙ্গে পর্যালোচনা বৈঠকে দপ্তরের আধিকারিক ও মন্ত্রীদের কথায় এমনই তথ্য উঠে এল। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ, স্বনির্ভর গোষ্ঠী গঠন, রাস্তা তৈরি সহ অনেক কাজ এখনও শেষ করা যায়নি। তাই জেলা প্রশাসনকে এ ব্যাপারে আরও উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন পদস্থ কর্তারা। এদিন জেলার সমস্ত বিডিও, এসডিও, পঞ্চায়েত প্রধান এবং প্রশাসনিক আধিকারিককে বৈঠকে ডাকা হয়েছিল। দপ্তরের পক্ষ থেকে মন্ত্রী প্রদীপ মজুমদার, দুই প্রতিমন্ত্রী শিউলি সাহা ও বেচারাম মান্না এবং পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রত্যেকটি প্রকল্পের কী হাল, কোথায় খামতি রয়েছে, কতটা কাজ করতে হবে—সেসব পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়। তাতেই দেখা যায়, প্রায় প্রতিটি প্রকল্পেই রাজ্যের সার্বিক পরিস্থিতির তুলনায় এই জেলা পিছিয়ে রয়েছে। স্বনির্ভর গোষ্ঠী গঠনের কথাই ধরা যাক। এক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা রয়েছে, তার মাত্র ৪১ শতাংশ পূরণ করতে পেরেছে দক্ষিণ ২৪ পরগনা। অনেক ব্লকে নবগঠিত স্বনির্ভর গোষ্ঠীকে কাজ শুরু করার জন্য যে ‘রিভলভিং ফান্ড’ দেওয়া হয়, সেটাও ঠিক মত দেওয়া হচ্ছে না। ‘পথশ্রী’ প্রকল্পের কাজেও রয়েছে অনেক গাফিলতি। এই জেলায় রাজ্যের মধ্যে সর্বাধিক রাস্তার অনুমোদন রয়েছে। কিন্তু এখনও অনেক রাস্তার কাজ বাকি।

    দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা স্পষ্ট জানিয়ে দেন, দু’মাস বাদেই বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাবে। তার আগে কোনও কাজ অসম্পূর্ণ রাখা যাবে না। আধিকারিকদের আরও বেশি তৎপর হতে হবে। বৈঠকে দপ্তরের সচিব পি উলগনাথান বিডিও ও প্রধানদের বারবার সতর্ক করে দিয়েছেন এবং সমন্বয় বৃদ্ধির পরামর্শ দিয়েছেন। বিভিন্ন ব্লকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে উষ্মা প্রকাশ করেন দপ্তরের আধিকারিকরা। কেন কাজ হচ্ছে না বা কোথায় সমস্যা রয়েছে, তা নিয়ে সরাসরি একাধিক পঞ্চায়েত প্রধানকে প্রশ্ন করেন মন্ত্রী থেকে আধিকারিক।
  • Link to this news (বর্তমান)