নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রাতের বিটি রোডে মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার রাত ১০টা নাগাদ সিঁথি মোড়ের কাছে লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইকচালকের। মৃতের নাম পীযূষকান্তি বসাক (৪৯)। সিঁথি থানা এলাকার গৌর সুন্দর শেঠ লেনের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, বাড়ি ফিরছিলেন ওই বাইকচালক। তখনই একটি ভারী পণ্যবাহী গাড়ি তাঁকে পিছন থেকে ধাক্কা দেয়। বাইক থেকে ছিটকে পড়েন চালক। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁকে আর জি কর মেডিকেল কলেজ, হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।