ক্রেডিট কার্ড জালিয়াতি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রাক্তন মহিলা কর্মী ধৃত
বর্তমান | ১৩ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চুক্তিভিত্তিক প্রাক্তন মহিলাকর্মী গ্রেফতার। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করেন লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার গোয়েন্দারা। ধৃতের নাম নাফিসা আলি (২৩)। বাড়ি কড়েয়া থানার ৪০/২ ব্রড স্ট্রিটে। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।
প্রাথমিক তদন্তে লালবাজার জানতে পেরেছে, গ্রাহকদের সাহায্য করার অছিলায় তাঁদের সঙ্গে দেখা করতেন এই প্রাক্তন ব্যাঙ্ককর্মী। তারপর ‘কেওয়াইসি’ আপডেটের নাম করে, তাঁদের ক্রেডিট কার্ডের গোপন তথ্য হাতিয়ে তিনি প্রায় পৌনে পাঁচ লক্ষ টাকা আত্মসাত করেছিলেন বলে অভিযোগ।
চলতি বছরের ১৯ জুলাই প্রতারিত এক গ্রাহক পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মামলা দায়ের করে তদন্তে নামে কলকাতা পুলিশ। পরে এই মামলার তদন্তভার যায় লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার হাতে। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, সংশ্লিষ্ট ব্যাঙ্কের প্রাক্তন কর্মী হওয়ার সূত্রে ওই মহিলার কাছে ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের তথ্য ছিল। সেই তথ্য কাজে লাগিয়েই তিনি এই জালিয়াতি কারবার ফেঁদে বসেছিলেন।
ধৃত মহিলাকে বুধবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ধৃতকে হেপাজতে নিয়ে লালবাজারের গোয়েন্দারা এই চক্রের বাকি সদস্যদের হদিস পেতে চাইছেন।