• টালায় ক্রেডিট কার্ড জালিয়াতি, লক্ষাধিক টাকা ফেরাল সাইবার সেল
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালায় ক্রেডিট কার্ড জালিয়াতিতে খোয়া গিয়েছিল ১ লক্ষ ২০ হাজার টাকা। সব টাকাটাই ফিরিয়ে দিলেন কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের সাইবার সেলের গোয়েন্দারা। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।  

    চলতি বছরের ১৭ সেপ্টেম্বর ঘটনার সূত্রপাত। প্রাথমিক তদন্তে গোয়েন্দারা জানতে পারেন, এক বেসরকারি ব্যাঙ্কের প্রতিনিধি পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে ফোনে ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট ভাঙনোর টোপ দিয়েছিল সাইবার দুষ্কৃতীরা। এজন্য গ্রাহকের মোবাইলে একটি লিঙ্ক পাঠানো হয়। সেই  লিঙ্কে ক্লিক করতেই গ্রাহকের ক্রেডিট কার্ড থেকে দুই খেপে ১ লাখ ২০ হাজার টাকা খোয়া যায় বলে অভিযোগ। প্রতারিত ওই ব্যক্তি স্থানীয় টালা থানার পাশাপাশি কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। সাইবার সেলের ওসি প্রিয়ঙ্ক মণ্ডলের নেতৃত্বে তদন্তে নেমে গোয়েন্দারা পুরো টাকা ‘ব্লক’ করতে সক্ষম হন। পরে সেই টাকা প্রতারিত ব্যক্তিকে ফিরিয়েও দিয়েছেন তাঁরা। পাশাপাশি, এই ক্রেডিট কার্ড জালিয়াতিতে  জড়িত সাইবার দুষ্কৃতীদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা। 
  • Link to this news (বর্তমান)