নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কড়া নিরাপত্তায় আজ, বৃহস্পতিবার কলকাতা নগর দায়রা আদালতের (বিচারভবন) মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে শুরু হবে ৯ জেএমবির জঙ্গির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া। ধৃতদের বিরুদ্ধে শহরে নাশকতার অভিযোগ রয়েছে। এই মামলার বিশেষ সরকারি কৌঁসুলি গণেশ মাইতি বুধবার জানান, ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগ এনে চার্জ গঠন করা হয়েছে। তিনি জানান, ইতিমধ্যে এই মামলায় ১২ জন জেএমবি জঙ্গি আদালতে দোষ স্বীকার করে সাজাপ্রাপ্ত হয়েছে। বাকি নয় অভিযুক্ত দোষ স্বীকার না করায় তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলবে।
ধৃতদের তরফে আইনজীবী ফজলে আহমেদ খান বুধবার বলেন, ‘এই মামলার সওয়াল শুরু হলে আমরা আমাদের বক্তব্য আদালতের কাছে তুলে ধরব। তবে আমাদের মক্কেলদের বিরুদ্ধে পুলিশ যে অভিযোগ এনেছে, তা সঠিক নয়।’ যদিও সরকারি কৌঁসুলি ওই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর কথায়, কলকাতা পুলিশ নির্দিষ্ট অভিযোগেই অভিযুক্তদের পাকড়াও করেছিল।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফ প্রথমে পাঁচ অভিযুক্ত জেএমবি জঙ্গিকে কলকাতা থেকে গ্রেফতার করে। তাদের জেরা করে পুলিশ বাকি জেএমবি জঙ্গিদের ধাপে ধাপে গ্রেফতার করে। রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অভিযুক্তদের ধরা হয়। পুলিশের অভিযোগ ছিল, শহরে বড়সড় নাশকতা ঘটানোর চক্রান্তে ছিল অভিযুক্তরা। ধৃতদের হেপাজত থেকে বিস্ফোরক সহ নানা নথিপত্র পাওয়া যায়। যে সমস্ত নথি অধিকাংশই ছিল ভুয়ো। সেই মামলায় পুলিশ তদন্ত শেষ করে আদালতে চার্জশিট পেশ করে। সেই মামলার বিচার চলাকালেই তিন দফায় ১২ জন জঙ্গি আদালতে দোষ কবুল করে সাজাপ্রাপ্ত হয়।