• ক্রিপ্টো কারেন্সির টোপ দিয়ে লুট, সাজা ভোগের পর অপরাধের কৌশল বদল অভিযুক্ত সুরজ সিংয়ের
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রিপ্টো কারেন্সির টোপ দিয়ে ব্যবসায়ীকে ডেকে নিয়ে এসে লুটের ঘটনায় অভিযুক্ত সুরজ সিং সাজা খেটে বেরিয়ে নতুন কৌশলে অপরাধ শুরু করেছিল। এই কায়দায় সে একের পর এক অপরাধ করে বেড়াচ্ছিল। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে পুলিশের। এই ঘটনায় জড়িত সন্দেহে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে প্রগতি ময়দান থানা।

    খিদিরপুরের এক ব্যবসায়ীকে ক্রিপ্টো কারেন্সি দেওয়ার টোপ দিয়ে দিন পনেরো আগে প্রগতি ময়দান থানা এলাকায় ডেকে পাঠানো হয়। ওই ব্যবসায়ী ৮ লক্ষ টাকা নিয়ে এসেছিলেন। ব্যাগে টাকা আছে নিশ্চিত হওয়ার পর তাঁকে জোর করে একটি গাড়িতে তোলা হয়। এরপর পুরো টাকা লুট করে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনায় মূল অভিযুক্ত সুরজ সিংকে গ্রেফতার করা হয় সিকিম থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারছেন, অভিযুক্ত এর আগে ডাকাতি করে বেড়াত। রাস্তায় গাড়ি আটকে টাকা লুট করেছে একাধিক জায়গায়। একটি ঘটনায় সে ধরা পড়ে যায়। সাজা হয়। দীর্ঘদিন জেলে ছিল।

     সম্প্রতি সাজা শেষ হওয়ার পর জেল থেকে বেরিয়ে আসে। এরপর সে অপরাধ জগতে ফিরে আসে। এবার ক্রিপ্টো কারেন্সির কারবারে নামে। তার মূল উদ্দেশ্যে ছিল ক্রিপ্টোর 

    টোপে ফেলে ব্যবসায়ীদের কাছে টাকা লুট করা। কারা কারা এই কারেন্সি কিনতে আগ্রহী তা নিয়ে খোঁজখবর শুরু করে। সেই সূত্রেই ওই ব্যবসায়ীর বিষয়ে তথ্য আসে। এরপরই তাঁকে বলা হয়, নগদ নিয়ে এলে ক্রিপ্টো কারেন্সি পাওয়া যাবে। সেখানে আসার পরই লুটের ঘটনা ঘটায় সুরজ। তাকে জেরা করে তদন্তকারীরা জেনেছেন, ক্রিপ্টোর টোপ সহজে গিলবে বলেই লুট করার নতুন ছক বেছে নিয়েছিল সে। এই কায়দায় সে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়েছে বলে জানা যাচ্ছে। তাকে জেরা করেই ঘটনায় জড়িত আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের টিআই প্যারেডের জন্য আলিপুর আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)