• ৪৫০ কোটি টাকার জিএসটি ফাঁকি: ধৃত
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৪৫০ কোটি টাকার ইনপুট ট্যাক্স ক্রেডিট তুলে নেওয়া অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল ডিরেক্টরেট জেনারেল অব গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইন্টেলিজেন্স (ডিজিজিআই)। জিতেন্দ্র চৌরাসিয়া নামে ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় কসবার জিএসটি অফিসে। দীর্ঘ জিজ্ঞাসাবাদে তাঁর উত্তর সন্তোষজনক না হওয়ায় তাঁকে বুধবার সকালে গ্রেফতার করেন ডিজিজিআইয়ের অফিসাররা।

    জানা গিয়েছে, এই ব্যবসায়ী গোটা কারবারই চালাতেন কাঁচা রশিদে। নগদে পেমেন্ট নিতেন। তাঁর ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। সেখানে বিভিন্ন জিনিস কেনাকাটা করা হয়েছে বলে ভুয়ো ইনভয়েস জমা দিয়ে তিনি ৪৫০ কোটি টাকার আইটিসি তুলে নেন বলে অভিযোগ। দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি এই কাজ চালাচ্ছিলেন। এর ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়। বিষয়টি নজরে আসার পরই ডিজিজিআই তদন্ত শুরু করে। তাতে ধরা পড়ে সব ইনভয়েস ভুয়ো। যে কোম্পানিগুলির সঙ্গে লেনদেন দেখানো হয়েছে, সেগুলির কোনও অস্তিত্বই নেই। আগেও জম্মু কাশ্মীরে তিনি একই অভিযোগে ধরা পড়েন।
  • Link to this news (বর্তমান)