বৃহস্পতিবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার দিনক্ষণ জানাতে পারে আদালত। এ দিন ঢাকায় ‘লকডাউন’ -এর ডাক দিয়েছে আওয়ামি লিগ। বাংলাদেশের সার্বিক পরিস্থিতির দিকে নজর থাকবে।
দিল্লিতে লালকেল্লা সংলগ্ন মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণের ঘটনার নেপথ্যে কারা? বিস্ফোরণের গাড়িতে চালক আসনে ছিল চিকিৎসক উমর উন নবিই, অন্তত ডিএনএ পরীক্ষায় উঠে আসছে এই তথ্য। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মহম্মদের লজিস্টিক টিমের সদস্য ছিল উমর, তদন্তে উঠে এসেছে এই তথ্য।
বৃহস্পতিবার মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সাড়ে তিন ডিগ্রি কম। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।