• পুরসভার হাইড্রেনের উপরে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পুরকর্মীরা
    এই সময় | ১৩ নভেম্বর ২০২৫
  • এই সময়, শিলিগুড়ি: পুরসভার হাইড্রেনের উপরে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বুধবার শিলিগুড়ির পাঁচ নম্বর ওয়ার্ডে বাধার মুখে পড়তে হল পুরকর্মীদের। বুলডোজার নিয়ে অভিযান চালাতে গিয়েও খালি হাতেই ফিরতে হল তাঁদের। এলাকার বাসিন্দা সুরেন্দ্র সিং পুরসভার ড্রেনের উপরে দোকান তৈরি করেছেন বলে অভিযোগ। এ দিন পুরকর্মীরা সেখানে ভাঙতে গেলে এলাকার বাসিন্দারা জড়ো হন।

    পুরসভার কর্মীদের সঙ্গে বাসিন্দাদের তীব্র বাদানুবাদ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের উপস্থিতিতেই দেড় ঘণ্টারও বেশি সময় ধরে এলাকায় উত্তেজনা বজায় থাকে। পরে পুলিশ ও পুরকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ওয়ার্ড কাউন্সিলার বিজেপির অনিতা মাহাতো বলেন, 'এ ভাবে হঠাৎ করে কারও নির্মাণ ভেঙে দেওয়াটা ঠিক নয়। হঠাৎ ভেঙে দিলে জিনিসপত্র নিয়ে তিনি কোথায় যাবেন? এলাকায় আরও অবৈধ নির্মাণ রয়েছে। সেগুলিকে কেন ছাড় দেওয়া হবে?'

    পুর কর্মীদের অবশ্য দাবি, অবৈধ নির্মাণ ভাঙার জন্য আগে একাধিকবার নোটিস দেওয়া হয়। সুরেন্দ্রর দাবি, '২০০০-এ দোকান তৈরি করি। তখন কেউ বাধা দেয়নি। আজ পর্যন্ত প্রতিবেশীরাও কোনও অভিযোগ করেননি। হঠাৎ কেন ভাঙতে এসেছে জানি না। আমি সাত দিন সময় চেয়েছি পুরসভার কাছে। এর মধ্যে আমি নিজেই অবৈধ অংশ ভেঙে দেবো।'

    এ বিষয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, 'হাইকোর্টের নির্দেশে পুরকর্মীরা বেআইনি অংশ ভাঙতে যান। আমরা জোর করে কোথাও বুলডোজার চালাতে চাই না। আদালতের নির্দেশ মানতেই হবে। তবুও অভিযুক্ত ব্যক্তি যখন কিছুটা সময় চেয়েছেন, আমরা সেটা দিতে চাই।'

  • Link to this news (এই সময়)