• কোন দিকে গড়াবে দিল্লি বিস্ফোরণের তদন্ত? বাংলায় SIR-এ গতি কেমন?
    এই সময় | ১৩ নভেম্বর ২০২৫
  • দিল্লি বিস্ফোরণের তদম্তভার এনআইএ নিয়েছে। ওই ঘটনায় সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যে গাড়িটি নিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটি ওই ঘটনা ঘটানোর আগে অন্তত ১১ ঘণ্টা দিল্লির রাস্তায় ঘুরে বেরিয়েছে। ওই সময়ের মধ্যেই অন্তত ৩ ঘণ্টা পার্কিং লটে বসে ছিল। কী কারণে এতক্ষণ ঘোরাঘুরি করেছে গাড়িটি, সেই কারণ খুঁজছেন তদন্তকারীরা। বিস্ফোরণে নিহতদের ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে, তাতে ভয়াবহ বিবরণ রয়েছে। আঘাতের চিহ্ন দেখে বিস্ফোরণের তীব্রতার আন্দাজ করা হচ্ছে। কিন্তু ঠিক কী ধরনের বিস্ফোরক কী প্রক্রিয়ায় ব্যবহার করা হচ্ছে, তার জন্য ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা করছেন তদন্তকারীরা। এই জঙ্গিহানার পিছনে কারা হয়েছে, চিকিৎসকদের নিয়ে কী ভাবে এই কাজ করানো হচ্ছে, সেই বিষয় নিয়ে কি নতুন তথ্য সামনে আসবে? নজর থাকবে সে দিকে।

    দিল্লি বিস্ফোরণের ঘটনায় সামনে আসছে তুরস্ক যোগ, কোন পথে তদন্ত? প্রাথমিক ভাবে জানা দিয়েছে, এই জঙ্গি মডিউলের কোনও হ্যান্ডলার তুরস্ক থেকে অপারেট করেছে। তুরস্ক থেকে কারও মাধ্যমে নির্দেশ এসেছে এই মডিউলের সদস্যদের কাছে। এমনকী, ফিঁদায়ে বিস্ফোরণ করানো ডা. উমর নবি এবং ওই চক্রের অন্য এক জন ডা. মুজাম্মিল শাকিল তুরস্কে গিয়েছিল বলেও প্রাথমিক ভাবে জানতে পারছেন তদন্তকারীরা। এই ২জনেই পুলওয়ামার একই গ্রামের বাসিন্দা এবং ফরিদাবাদে একই হাসপাতালে কর্মরত ছিল। দিল্লিতে বিস্ফোরণ এবং হোয়াইল কলার মডিউলের যে তথ্য উঠে আসছে তার সঙ্গে তুরস্কের আরও নতুন কী যোগ পাওয়া যাবে? বৃহস্পতিবার নজর থাকবে সেদিকে।

    বাংলায় চলছে SIR, তার মধ্যেই প্রক্রিয়া নিয়ে উঠছে নানা অভিযোগ। কখনও BLO-এর কাজের পদ্ধতি নিয়ে অভিযোগ উঠেছে। কখনও আবার BLA-কে মারধর করার অভিযোগ উঠেছে। এরই মধ্যে বাংলায় চলছে SIR। বুধবারই রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগর‌ওয়াল জানান, তাদের আধার কর্তৃপক্ষ বা UIDAI জানিয়েছে, ২০২২ সালের Legacy Data অনুযায়ী, রাজ্যে ‘মৃত ভোটার’ ৪৬ লক্ষ। পশ্চিমবঙ্গে বুধবার বিকেল ৪টে পর্যন্ত ৬ কোটি ৮৭ লক্ষ এনিউমারেশন ফর্ম বিলি হয়েছে। শতাংশের হিসাবে যা ৮৯.৬৭

    এছাড়াও, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনা সংক্রান্ত মামলার রায়।

    খেলার দুনিয়া: ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের প্রস্তুতির দিকে নজর

  • Link to this news (এই সময়)