• ফের বিকট শব্দ, দিল্লির র‌্যাডিসন হোটেলের কাছে পুলিশের বিশাল টিম
    এই সময় | ১৩ নভেম্বর ২০২৫
  • ফের দিল্লিতে জোরালো আওয়াজ। বৃহস্পতিবার সকালে মহীপালপুরে র‌্যাডিসন হোটেলের কাছে বিকট শব্দ শোনা যায়। সূত্রের খবর, এক ব্যক্তি দমকলে ফোন করে জানান, সকাল ৯টা ১৮ মিনিটে জোরালো শব্দ হয়েছে। সোমবারের ঘটনার পরে বৃহস্পতিবারের এই খবরে আতঙ্ক ছড়ায়। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যায় দিল্লি পুলিশের টিমও। সূত্রের খবর, তেমন সন্দেহজনক কিছু মেলেনি। পরিস্থিতি স্বাভাবিক, উদ্বেগের কোনও কারণ নেই বলেই খবর।

    ঠিক তিন দিন আগে, গত সোমবার দিল্লিতে লালকেল্লার কাছে যে ঘটনা ঘটেছে, তার পরে কোনও কিছুই খুব হালকা ভাবে নিচ্ছে না দিল্লি পুলিশ। সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।

    ১০ নভেম্বর, সোমবার, ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেট চত্বর। এখনও অবধি ১২ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এই বিস্ফোরণ যে জঙ্গি হামলা (টেররিস্ট ইনসিডেন্ট), ঘটনার ৪৮ ঘণ্টা পরে বুধবার সন্ধেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা তা জানিয়েছে।

    হরিয়ানার ফরিদাবাদে বিপুল বিস্ফোরক উদ্ধারের পরেই সামনে এসেছিল ‘হোয়াইট কলার মডিউল’ ও জৈশ-এর মহিলা শাখা জামাত-উল-মোমিনাতের যোগের বিষয়। দিল্লি বিস্ফোরণের তদন্ত এগোতেই এই নাশকতার সঙ্গে ইসলামিক স্টেট (IS) জঙ্গিগোষ্ঠীর সরাসরি যোগসূত্রের প্রমাণ মিলতে শুরু করেছে। এই আবহে মহীপালপুরে বিকট শব্দ শোনা যেতেই আতঙ্ক ছড়ায়।

  • Link to this news (এই সময়)