• ৬ ডিসেম্বর, বাবরি ধ্বংসের দিনই দিল্লির ৬ জায়গায় বিস্ফোরণের ছক, আচমকা বদলে হয় ১০/১১
    এই সময় | ১৩ নভেম্বর ২০২৫
  • দিল্লি বিস্ফোরণের ঘটনায় এ বার সামনে এল আরও এক নতুন তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন, বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তির দিন, অর্থাৎ ৬ ডিসেম্বর, দিল্লির ৬ জায়গায় বড়সড় হামলার ছক কষা হয়েছিল। ঠান্ডা মাথায় সেই ছক কষেছিল আততায়ীরা। তবে শেষ মুহূর্তে 6/12 বদলে 10/11 হয়ে যায়।

    এনডিটিভির খবর অনুযায়ী, গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গি মডিউলের সন্দেহভাজনদের জেরা করে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। একেবারে ঠান্ডা মাথায় সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনা করেছিল তারা। দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল এলাকা ছিল তাদের টার্গেট। আর তার জন্য বাছা হয়েছিল ৬ ডিসেম্বর। ১৯৯২ সালে ওই দিনই অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল।

    পুলিশের দাবি, জেরায় উঠে এসেছে, বাবরি মসজিদ ভাঙার ‘প্রতিশোধ’ হিসেবেই এই ছক কষেছিল তারা। তৈরি ছিল প্ল্যান-চার্টও। সূত্রের খবর, পাঁচ ধাপে এই পরিকল্পনা বাস্তবায়িত করার পরিকল্পনা ছিল।

    জৈশ-ই-মহম্মদ ও আনসার-ঘাজওয়াত-উল-হিন্দয়ের সঙ্গে লিঙ্ক রয়েছে যে টেরর মডিউলের, তারা IED ডিভাইস তৈরির কাঁচামাল, বিস্ফোরক জোগাড় করছিল। পরিকল্পনা ছিল, প্রাণঘাতী রাসায়নিক তৈরির। সেই সব বিস্ফোরক, বোমা যেত মডিউলের সদস্যদের কাছে। এর পরেই চূড়ান্ত ধাপে দিল্লির ৬-৭ জায়গায় বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল তারা।

    তদন্তে এও উঠে এসেছে, চলতি বছরের অগস্টে এই বিস্ফোরণ ঘটানোর ছক ছিল। পরে দিন বদলে ৬ ডিসেম্বর করা হয়।

  • Link to this news (এই সময়)