• আইনজীবীর চেম্বার থেকে উদ্ধার ল পড়ুয়ার ঝুলন্ত দেহ, প্রেমে টানাপড়েন নাকি নেপথ্যে অন্য কারণ?
    এই সময় | ১৩ নভেম্বর ২০২৫
  • আইনজীবীর চেম্বার থেকে উদ্ধার ল পড়ুয়ার ঝুলন্ত দেহ। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য। মৃতার নাম সোনিয়া হালদার (২১)। তাঁর বাড়ি কাকদ্বীপের গান্ধীনগর এলাকায়। পরিবার সূত্রে খবর, সোনিয়া প্র্যাকটিসের জন্য প্রতিদিন কাকদ্বীপ আদালতের আইনজীবী শেখ মানোয়ার আলমের চেম্বারে যেতেন তিনি। বুধবার সকালেও বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রতিদিনের মতোই। সন্ধ্যায় পরিবারের সদস্যরা জানতে পারেন, ঝুলন্ত অবস্থায় ওই আইনজীবীর চেম্বার থেকে উদ্ধার করা হয়েছে সোনিয়াকে। পরে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে ছুটে যান পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানার পুলিশকেও। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তরুণীর দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

    পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। যার ভিতর থেকে পাওয়া গিয়েছে একটি চিঠি। তরুণীর পরিবারের দাবি, ওই চিঠির লেখা থেকে স্পষ্ট হয়ে যায় সোনিয়া ও আইনজীবীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, এই সম্পর্কে জটিলতার কারণেই সোনিয়ার চরম পদক্ষেপ। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই শেখ মানোয়ার আলমের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কাকদ্বীপ থানায়।

    পুলিশ জানাচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আইনজীবী। তাঁকে খুঁজছে পুলিশ।

  • Link to this news (এই সময়)