ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ চলার মধ্যেই গত কাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, ভোটমুখী পশ্চিমবঙ্গে দলের রণকৌশল কী হবে, তা নিয়ে আলোচনা ছাড়াও এসআইআর প্রসঙ্গে সবিস্তার আলোচনাহয় দু’জনের।
গত কালের বৈঠক নিয়ে প্রাতিষ্ঠানিক ভাবে নীরব উভয় পক্ষই। যদিও সূত্রের মতে, শাহকে গত কাল শুভেন্দু জানান, রাজ্যে এসআইআর ঠিকমতো হলে অসংখ্য নাম বাদ যেতে চলেছে। বিজেপির অনেকের মতে, ওই সংখ্যাটি কোটিখানেক এবং ওই সংখ্যক নাম বাদ গেলে ভোটব্যাঙ্কে বড়সড় ধস নামবে তৃণমূলের। যে বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপি প্রার্থীরা গত নির্বাচনে স্বল্প ভোটে হেরেছিলেন, সেখানে এসআইআর ঠিক ভাবে হলে দলীয় প্রার্থীদের জেতার সম্ভাবনা রয়েছে বলে শাহকে জানিয়েছেন শুভেন্দু। পাশাপাশি, সংসদের শীতকালীন অধিবেশনের আগে কর্মীদের চাঙ্গা করতে শাহকে পশ্চিমবঙ্গে যাওয়ার অনুরোধ করেছেন বিরোধী দলনেতা।
রাজ্যে ভোটের ব্যবস্থাপনা কী ভাবে করা সম্ভব, সেই রণকৌশল ঠিক করতে প্রায় কুড়িটি বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য ও দলের কেন্দ্রীয় নেতৃত্ব। মূলত রাজ্যের কোথায় কোথায় বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে, বর্তমান কোন বিধায়কের বিরুদ্ধে জনতার ক্ষোভ রয়েছে, তা নিয়ে সবিস্তার রিপোর্ট জমা দেয় সংস্থাগুলি। অতীতে ভোটের সময়ে তৃণমূল যেমন ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থার সাহায্য নিয়েছিল, ঠিক সে ভাবেই এগোনোর ছক কষেছে বিজেপি।