• সাইবার প্রতারণার তদন্তে থানায় থানায় হেল্প ডেস্ক, পথ দেখাচ্ছে হুগলি গ্রামীণ পুলিশ
    আনন্দবাজার | ১৩ নভেম্বর ২০২৫
  • সাইবার প্রতারণা চক্রের ফাঁদে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। অনলাইন কেনাকাটার প্রলোভন দেওয়া বা সমাজমাধ্যমে ‘প্রস্তাব’-বিভিন্ন ভাবে চলে প্রতারণা। তা রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল হুগলী গ্রামীণ পুলিশ। হুগলি জেলার প্রতি থানায় শুরু হল সাইবার হেল্প ডেক্স। সম্ভবত রাজ্যের মধ্যে এই উদ্যোগ প্রথম।

    আগে কেউ প্রতারিত হলে তাঁকে অভিযোগ জানাতে যেতে হত হুগলির কামারকুণ্ডু সাইবার থানাতে। দূরত্বের কারণে অনেককে সমস্যায় পড়তে হত। তাঁদের কথা চিন্তা করেই হুগলি গ্রামীণের পুলিশ সুপার কামনাশিস সেনের নেতৃত্বে জেলার বিভিন্ন প্রত্যেকটি থানায় শুরু হয় সাইবার হেল্প ডেক্স। পুলিশ সূত্রে খবর, জেলার গ্রামীণ এলাকায় ১৬ টি থানা রয়েছে। তার মধ্যে আরামবাগ মহকুমার খানাকুল, গোঘাটের মত একাধিক প্রত্যন্ত এলাকা রয়েছে। সেই সব এলাকার থানাতেও সাইবার সহায়তা কেন্দ্র শুরু হওয়ার ফলে প্রতারিতদের অনেকটাই সুবিধা হয়েছে। নিজের এলাকার সংশ্লিষ্ট থানায় গিয়ে অভিযোগ জানানো যায়। আরও জানা গিয়েছে, হেল্প ডেস্কগুলিতে একজন করে কনস্টেবল ও নোডাল অফিসার থাকছেন। বড় ধরনের কোনও প্রতারণার অভিযোগ এলে দ্রুত তা পাঠিয়ে দেওয়া হচ্ছে কামারকুণ্ডু সাইবার থানায়। সেখানে দায়িত্বে আছেন একজন অ্যাডিশনার পুলিশ সুপার, ডিএসপি ও আইসি।

    এই প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, ‘‘জেলার প্রতিটি থানাতেই সাইবার হেল্প ডেক্স চালু হয়েছে। এর ফলে মানুষের অনেক সুবিধা হয়েছে। সাইবার সংক্রান্ত অভিযোগ ছাড়াও মোবাইল ফোন হারানোর অভিযোগও নথিভুক্ত করা হয়।
  • Link to this news (আনন্দবাজার)