• প্রাথমিক মডেল উত্তরপত্রের পরে ভুল চূড়ান্ত উত্তরেও, স্বীকার এসএসসি-র
    আনন্দবাজার | ১৩ নভেম্বর ২০২৫
  • স্কুল সার্ভিস কমিশনের তরফে গত ৭ নভেম্বর একাদশ-দ্বাদশের পরীক্ষার ফলাফল ও মডেল উত্তরপত্র প্রকাশ করার পরে অভিযোগ উঠেছিল, সেই উত্তরপত্রে কিছু ভুল রয়েছে। সেই ভুল উত্তরগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলাও হয়েছে। এ বার বাংলা এবং ভূগোলের মডেল উত্তরপত্রে যে ভুল রয়েছে, তা স্বীকার করে নিল কমিশন। তারা জানিয়েছে, ৭ নভেম্বর যে মডেল উত্তরপত্র আপলোড করা হয়েছিল, তাতে বাংলা ও ভূগোলে বিশেষজ্ঞ কমিটির দেওয়া তিনটি প্রশ্নের উত্তর ভুল রয়েছে। বাংলার ১২ নম্বর প্রশ্নের ঠিক উত্তর হবে বি, ভূগোলের ৬ নম্বর প্রশ্নের ঠিক উত্তর সি এবং ৩৩ নম্বর প্রশ্নের ঠিক উত্তর হবে সি।

    প্রশ্ন উঠেছে, বার বার এত ভুল কেন হচ্ছে এসএসসি-র? এসএসসি-র একাদশ-দ্বাদশের পরীক্ষা হয়েছিল ১৪ সেপ্টেম্বর। এর পরে ২০ সেপ্টেম্বর তারা প্রাথমিক মডেল উত্তরপত্র প্রকাশ করেছিল। সেই উত্তরপত্রের বেশ কিছু উত্তরকে চ্যালেঞ্জ করেন পরীক্ষার্থীরা। সেই সব উত্তর খতিয়ে দেখে গত ৭ নভেম্বর চূড়ান্ত মডেল উত্তরপত্র প্রকাশ করে এসএসসি। কিন্তু তাতেও দেখা যাচ্ছে ভুল রয়েছে।

    পরীক্ষার্থীদের অভিযোগ, এই সংশোধনের ফলে ওই দু’টি বিষয়ে কোনও কোনও পরীক্ষার্থীর মোট নম্বর বেড়ে গিয়েছে। আবার কারও কমে গিয়েছে। শুধু ওই দু’টি বিষয়ই নয়, পরীক্ষার্থীদের অভিযোগ, ইতিহাস, পরিবেশবিদ্যা, এডুকেশন— এই তিনটি বিষয়ের মডেল উত্তরে একাধিক ভুল রয়েছে। এ বিষয়ে তাঁরা এসএসসি-র দ্বারস্থ হয়েছেন।

    এ দিকে, সূত্রের খবর, নবম-দশমের পরীক্ষার ফল প্রকাশের কাজ চলছে। চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহে নবম-দশমের ফল প্রকাশ হতে পারে।
  • Link to this news (আনন্দবাজার)