পথ দুর্ঘটনায় মৃত্যু হল মোটরবাইক চালক ও আরোহীর। বুধবার ভোরে নাগেরবাজার উড়ালপুলে ঘটনাটি ঘটে। মৃতদের নাম আকাশ মণ্ডল (২৬) এবং মুন্না নায়েক (১৯)।স্থানীয় সূত্রের খবর, এ দিন দমদমের মল রোডের দিক থেকে ওই দুই তরুণ মোটরবাইক নিয়ে কলকাতার দিকে যাচ্ছিলেন। নাগেরবাজার উড়ালপুলে উঠেই নিয়ন্ত্রণ হারান চালক। মোটরবাইকের এক জন উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে যান। অন্য জন ছিটকে পড়েন উড়ালপুলেই। তাঁদের বন্ধুরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। উপস্থিত হন কর্তব্যরত পুলিশকর্মীরা। দ্রুত দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে মুন্নাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে আকাশেরও মৃত্যু হয়।
মৃতের এক পরিচিত আকাশ মাহাতো জানান, তাঁরা কয়েক জন ভূতনাথ মন্দিরের দিকে যাচ্ছিলেন। আকাশ ও মুন্না তাঁদের আগে ছিলেন। ভোরের দিকে কুয়াশা ছিল। সম্ভবত উড়ালপুলের উপরে বাঁকের মুখে উল্টো দিক থেকে আসা গাড়ির আলোয় চোখ ধাঁধিয়ে নিয়ন্ত্রণ হারান চালক মুন্না।বাইকটি বাঁ দিকের স্তম্ভে ধাক্কা মারলে পিছনে বসা আকাশ উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে যান। বাইক থেকে ছিটকে উড়ালপুলের উপরেই পড়েন মুন্না।
স্থানীয়দের বক্তব্য, নাগেরবাজার উড়ালপুলের উপরে বাঁকের মুখে এর আগেও দুর্ঘটনা ঘটেছে।ভোরের দিকে উড়ালপুলে নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। পুলিশের একাংশের দাবি, নজরদারি রয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই মোটরবাইকের সঙ্গে কারও ধাক্কা লাগেনি। বাইকের গতি বেশি ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে স্তম্ভে ধাক্কা মারায় দুর্ঘটনা ঘটে। এক পুলিশকর্তা জানান, ওই দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। অতিরিক্ত গতি না কি অন্য কোনও কারণে চালক নিয়ন্ত্রণ হারান, তা দেখা হচ্ছে।