• বিস্ফোরণের আবহে ইডেন যেন দুর্গ! দর্শকাসনে সাদা পোশাকের পুলিশও
    আনন্দবাজার | ১৩ নভেম্বর ২০২৫
  • রাজধানীতে লালকেল্লার সামনে বিস্ফোরণ-কাণ্ডের আবহে আগামী কাল, শুক্রবার থেকে ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে দর্শকদের মধ্যে মোতায়েন থাকবে সাদা পোশাকের পুলিশ। এমনকি, মাঠের মধ্যে ফেন্সিং ঘিরেও থাকবে বিশাল পুলিশ বাহিনী। টেস্ট ম্যাচে সম্ভাব্য নাশকতার ঘটনা ঠেকাতে এমনই সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। এ ছাড়াও স্টেডিয়ামের বাইরে চার জায়গায় থাকছে কমান্ডো দিয়ে গঠিত বুলেট-রোধী মোর্চা। ইডেনকে ঘিরে ১১টি জায়গায় প্রস্তুত রাখা হচ্ছেবালির বস্তা দিয়ে তৈরি বাঙ্কার, যাতে থাকবেন স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে কলকাতা পুলিশের কমব্যাট বাহিনীর সদস্যেরা।

    ইডেনে আসা দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখে গত মঙ্গলবার কলকাতার নগরপাল মনোজ বর্মা বিরাট বাহিনী নিয়ে মাঠের নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখেন। লালবাজার জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে ইডেনের বাইরের অংশকে সাতটি সেক্টরে ভাগ করা হয়েছে, যার দায়িত্বে রয়েছেন দু’জন উপ-নগরপাল। এ ছাড়া, তাঁদের সঙ্গে থাকবেন ন’জন এসি। মূলত দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় মাঠের ভিতরেরদর্শকাসনকে আবার ছ’টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতি সেক্টরের দায়িত্বে আছেন এক জন করে উপ-নগরপাল। তাঁদের অধীনে প্রতি সেক্টরে থাকছেন দু’-তিন জন করে এসি এবং বিরাট বাহিনী।

    এক বছর আগে ইডেনে আইপিএলের ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের কাছে পৌঁছে গিয়েছিলেন এক সমর্থক। দিল্লি বিস্ফোরণের আবহে সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য ইডেনকে কার্যত দুর্গে পরিণত করতে চাইছে লালবাজার। এক পুলিশকর্তা জানান, নিরাপত্তার স্বার্থে মাঠের মধ্যেও ফেন্সিং ঘিরে মোতায়েন থাকবে বিরাট বাহিনী। স্টেডিয়ামের ভিভিআইপি এলাকা এবং ক্লাব হাউসের দায়িত্ব দেওয়া হয়েছে এক জন সহ-নগরপালের হাতে। যাঁর সঙ্গে থাকবেন তিন জন এসি, আট জন ইনস্পেক্টর-সহ প্রায় ৫০ জনের একটি দল। এ ছাড়া, ইডেন সংলগ্ন এলাকায় ন’টি নজর মিনারে থাকবেন সশস্ত্র বাহিনীর সদস্যেরা। তিন জায়গায় থাকছে কুইক রেসপন্স টিম বা কিউআরটি বাহিনী, দর্শকদের সাহায্যার্থে থাকছে ছ’টি পুলিশের সহায়তা শিবির। তবে, বাহিনীর কত সংখ্যক সদস্য ইডেনে মোতায়েন থাকবেন, তা নিয়ে লালবাজার এখনও কিছু জানায়নি।অন্য দিকে, ম্যাচ চলাকালীন সকাল থেকে বিকেল পর্যন্ত ইডেনের আশপাশের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বন্ধ রাখা হবে আশপাশের কিছু রাস্তাও।

    সোমবার সন্ধ্যায় দিল্লিতে বিস্ফোরণ এবং ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচকে কেন্দ্র করে শহর জুড়ে নিরাপত্তার বন্দোবস্ত দেখা গিয়েছিল সে দিন থেকেই। বুধবার শহরের বিভিন্ন হোটেল, অতিথিশালায় গিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখানে থাকা অতিথিদের নথি খতিয়ে দেখা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের প্রায় ৮০টি মোড়ে নাকা তল্লাশির ব্যবস্থা করেছিল লালবাজার। বুধবার সন্ধ্যা থেকেও শহরের রাস্তায় নাকা তল্লাশি করতে দেখা গিয়েছে পুলিশকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কিউআরটি দলও মজুত ছিল বলে জানিয়েছে লালবাজার। তবে সব থেকে বেশি নিরাপত্তার বন্দোবস্ত দেখা গিয়েছে ইডেন এবং সংলগ্ন রাস্তাগুলিতে।
  • Link to this news (আনন্দবাজার)