আজকাল ওয়েবডেস্ক: মারা গেলেন হাওড়ার সাঁকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল সর্দার। বয়স হয়েছিল প্রায় ৮৪। বুধবার রাত সাড়ে আটটা নাগাদ নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত অসুস্থতাই মৃত্যুর কারণ।
প্রসঙ্গত, শীতল সর্দার সাঁকরাইল বিধানসভা কেন্দ্রে ১৯৯৬ সাল থেকে টানা পাঁচবারের বিধায়ক ছিলেন। প্রথমে কংগ্রেস ও তারপর চারবার তৃণমূলের বিধায়ক ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি।
তৃণমূল ছেড়ে আসা বর্ষীয়ান বিধায়ককে রাজ্য কমিটিতে জায়গাও করে দেয় বিজেপি। তবে তারপর থেকে আর তেমন সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে। খাতায় কলমে গেরুয়া শিবিরে থাকলেও, শারীরিক অসুস্থতার জন্য খুব একটা সক্রিয় দেখা যেত না তাঁকে। শারীরিক অসুস্থতায় বেশ কাহিল হয়ে পড়েছিলেন বিধায়ক। সম্প্রতি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বুধবার সন্ধেয় তিনি মারা যান। শীতল সর্দারের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।