বিস্ফোরণে ব্যবহৃত গাড়ি চালাচ্ছিল উমরই, নাশকতার আগে যায় মসজিদে! নতুন নতুন তথ্য তদন্তকারীদের হাতে
বর্তমান | ১৩ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি, ১৩ নভেম্বর : অনুমান করা হয়েছিল। তাই সত্যি হলো। দিল্লিতে লালকেল্লা বিস্ফোরণ একটি আত্মঘাতী হামলা ছিল বলে নিশ্চিত তদন্তকারীরা। সেদিনের বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি চালাচ্ছিল জম্মু-কাশ্মীরের পুলওয়ামার ডাক্তার উমর নবিই। এই অনুমানে শিলমোহর দিল ডিএনএ পরীক্ষার রিপোর্ট। উমরের মা এবং ভাইয়ের ডিএনএ সংগ্রহ করেছিলেন তদন্তকারীরা। বিস্ফোরণে ব্যবহৃত গাড়িতে পাওয়া দেহাংশের ডিএনএ-র সঙ্গে তাঁদের ডিএনএ মিলিয়ে দেখা হয়। রিপোর্ট হাতে পাওয়ার পরে তদন্তকারীদের আর কোনও সন্দেহ নেই যে, ওই গাড়ির চালকের আসনে ছিল চিকিৎসক উমর নবিই। বিশ্বস্ত সূত্র উদ্ধৃত করে এমনই জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম।
উমর নবি সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। খবরে প্রকাশ, গত সোমবার বিস্ফোরণ ঘটানোর আগে পুরনো দিল্লির একটি মসজিদে গিয়েছিল জম্মু-কাশ্মীরের ওই চিকিৎসক। রামলীলা ময়দানের কাছে টার্কিস গেটের উল্টো দিকের ওই মসজিদে ১০ মিনিটের বেশি ছিল সে। এর পরে দুপুর আড়াইটে নাগাদ গাড়ি নিয়ে লালকেল্লার দিকে রওনা হয় উমর। মসজিদের কাছে আসাফ আলি রোড দিয়ে উমর নবির হেঁটে যাওয়ার ১৯ সেকেন্ডের একটি সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে এসেছে।
উমর নবি পুলওয়ামার কোলি এলাকার বাসিন্দা। কর্মস্থল, ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়। ফলে দিল্লির ঠিকানা ছিল তার। তা ব্যবহার করেই দিল্লিতে হুন্ডাই আই-২০ গাড়ির রেজিস্ট্রেশন করানো হয়েছিল।