• কাশ্মীরজুড়ে অভিযান গোয়েন্দাদের, একসঙ্গে ১৩ জায়গায় হানা
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৫
  • শ্রীনগর, ১৩ নভেম্বর: দিল্লির লালকেল্লা বিস্ফোরণে কাশ্মীরজুড়ে একযোগে অভিযান গোয়েন্দাদের। আজ, বৃহস্পতিবার উপত্যকার অন্তত ১৩টি স্থানে তল্লাশি চালিয়েছে কাউন্টার-ইন্টেলিজেন্স কাশ্মীর (সিআইকে)-এর গোয়েন্দারা। এমনই জানা গিয়েছে সরকারি সূত্রে। যদিও তদন্তের স্বার্থে এই অভিযান সম্পর্কে বিশদে কিছু জানাতে রাজি নন তাঁরা।

    লালকেল্লার কাছে গত সোমবারের বিস্ফোরণে ইতিমধ্যে কাশ্মীর যোগ সামনে এসেছে। আত্মঘাতী জঙ্গি ডাক্তার উমর নবি আদতে পুলওয়ামার বাসিন্দা। যার ফলে গত কয়েকদিনে ভূস্বর্গে বহুগুণ বেড়েছে নিরাপত্তা সংস্থাগুলির তৎপরতা। ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন বেশ কয়েকজনকে। বুধবার জেলাজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালায় অনন্তনাগ পুলিশ। লক্ষ্য ছিল নিষিদ্ধ সংগঠন জামাতে ইসলামি। কুলগামেও চলছে জঙ্গি বিরোধী ধরপাকড়। প্রতিটি গাড়িতে নজরদারি চলছে।

    দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত উমর এবং মুজাম্মিলের ডায়রি বাজেয়াপ্ত করা হয়েছে। তাতে উল্লেখ ছিল ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তারিখের কথা। যা থেকে তদন্তকারীদের অনুমান, এই সময়ের মধ্যে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। সেইসঙ্গে ডায়রিতে অন্তত ২৫ জন ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। যাঁদের অধিকাংশ জম্মু-কাশ্মীর ও ফরিদাবাদের বাসিন্দা।
  • Link to this news (বর্তমান)