• প্রয়াত হাওড়ার সাঁকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল সর্দার
    দৈনিক স্টেটসম্যান | ১৩ নভেম্বর ২০২৫
  • সাঁকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল সর্দারের জীবনাবসান। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন বিধায়ক। পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণে বাড়িতেই তাঁর মৃত্যু হয়। রাজনৈতিক মহলে নেমেছে শোকের ছায়া।

    ১৯৯৬ সাল থেকে সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। এই কেন্দ্রে টানা পাঁচবার বিধায়ক হন। প্রথমে কংগ্রেস ও তারপর চারবার তৃণমূলের বিধায়ক ছিলেন। ২০২১ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান।

    একুশের নির্বাচনে প্রবীণদের অব্যাহতির কথা জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশি ঊর্ধ্ব কোনও জনপ্রতিনিধিকেই আর ভোটের লড়াইয়ে নামানো হবে না বলে জানানো হয়েছিল। সেই সময় বাদ পড়েছিলেন শিবপুরের প্রবীণ বিধায়ক জটু লাহিড়ী। ক্ষুব্ধ বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যান। সেই সময় সাঁকরাইলের তৎকালীন বিধায়ক শীতল সর্দারও বিজেপিতে যোগ দিয়েছিলেন।

    বিজেপিতে রাজ্য কমিটিতে যোগ দেন তিনি। তবে এরপর তাঁকে রাজনীতিতে সেভাবে সক্রিয়ভাবে দেখা যায়নি। শারীরিক অসুস্থতায় বেশ কাহিল হয়ে পড়েছিলেন বিধায়ক। সম্প্রতি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিল। বুধবার সন্ধ্যায়  জীবনযুদ্ধে হার মানেন তিনি। শীতল সর্দারের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)