দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের তদন্তে নেমে মুর্শিদাবাদের নবগ্রামের নিমগ্রামে এক ঠিকাশ্রমিকের বাড়িতে বুধবার অভিযান চালান জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)–র গোয়েন্দারা। পাশাপাশি জেলার আরও কয়েকটি জায়গায় হানা দেয় এনআইএ। জানা গিয়েছে, দিল্লি বিস্ফোরণকাণ্ডে ধৃত এক ব্যক্তির মোবাইলের সূত্র ধরে মুর্শিদাবাদে অভিযান চালান আধিকারিকরা।
মুর্শিদাবাদে মইনুল হাসান নামে এক শ্রমিকের বাড়িতে তল্লাশি চালানো হয়। তিনি কয়েক বছর ধরে মুম্বই, দিল্লির মতো শহরে পরিযায়ী শ্রমিকের কাজ করেছেন। বুধবারের অভিযানের সময়ও তিনি বাড়িতে ছিলেন না। পরিবারের তরফে জানানো হয়, তিনি কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন।
গোয়েন্দাদের সন্দেহ, বিভিন্ন শহরে কাজের সূত্রে জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে মইনুলের যোগাযোগ হয়। তবে তিনি সরাসরি দিল্লি বিস্ফোরণের ঘটনায় জড়িত কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন মইনুলের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই ঘটনায় জেলায় শোরগোল পড়ে যায়। মইনুলের বাড়ির পাশাপাশি জেলার অন্য জায়গাতেও অভিযান চালায় এনআইএ।
এর আগেও এই জেলায় একাধিকবার জঙ্গি সংগঠনের কার্যকলাপ হয়েছে। এর ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে পড়েছে এই জেলা। যদিও মইনুল কোনও জঙ্গি মডিউল বা সংগঠনের অংশ কি না তা এখনও পরিষ্কার হয়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।