• ফের আতঙ্ক দিল্লিতে, মহিপালপুর র‍্যাডিসন হোটেলের সামনে বিস্ফোরণের শব্দ
    প্রতিদিন | ১৩ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিস্ফোরণ আতঙ্ক দিল্লিতে। বৃহস্পতিবার সকালে মহিপালপুর র‍্যাডিসন হোটেলের কাছে হঠাৎ করেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর পেয়েই ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন। ছুটে যান দিল্লি পুলিশে উচ্চপদস্থ আধিকারিকরাও। চলে দীর্ঘ তল্লাশি। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে। জানা যাচ্ছে, একটি বাসের টায়ার ফাটার শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বিস্ফোরণ ভেবে ভুল করেন। যদিও দিল্লি পুলিশের তরফে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে।

    গত সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লা। এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। এই ঘটনাকে ইতিমধ্যে জঙ্গি হামলার তকমা দিয়েছে কেন্দ্র। বুধবার ভুটান থেকে ফিরে কেন্দ্রীয় ক্যাবিনেটের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, দিল্লি বিস্ফোরণকে জঙ্গি হামলার তকমা দেওয়া হবে। বৈঠকের পরে ক্যাবিনেট যে বিবৃতি পেশ করেছে সেখানে স্পষ্ট বলা হয়, লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে দেশদ্রোহীরা। জঘন্য জঙ্গি হামলার তীব্র নিন্দার পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চালিয়ে যাবে ভারত।

    অন্যদিকে এই ঘটনার সূত্রে পৌঁছতে দেশজুড়ে তল্লাশি চালাচ্ছে এনআইএ। তদন্ত যত এগোচ্ছে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জঙ্গি যোগে ইতিমধ্যে বেশ কয়েকজন চিকিৎসককেও গ্রেপ্তার করা হয়েছে। দিল্লির ঘটনায় দেশজুড়ে আতঙ্ক। এরমধ্যেই বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই বিস্ফোরণ শব্দ শুনতে পান মহিপালপুর এলাকার মানুষজন। সঙ্গে সঙ্গে ফোন যায় দমকল এবং দিল্লি পুলিশে। ছুটে আসেন আধিকারিকরা। গোটা এলাকায় দীর্ঘ তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাননি আধিকারিকরা। 
  • Link to this news (প্রতিদিন)