• পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর স্ত্রী-ছেলে-মেয়েকে তলব ইডির
    এই সময় | ১৩ নভেম্বর ২০২৫
  • পুরনিয়োগ দুর্নীতিতে এ বার সুজিত বসুর স্ত্রী, ছেলে, মেয়েকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, আগামী সপ্তাহেই তলব করা হয়েছে তাঁদের। পুজো মিটতেই গত মাসে পুরনিয়োগ দুর্নীতি মামলায় কোমর বেঁধে ময়দানে নামে ইডি। একসঙ্গে ১০ জায়গায় তল্লাশি চলে। ছিল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসও।

    গত মাসে সুজিত বসুর সল্টলেকের অফিস ও ভিআইপি রোডের উপরে অবস্থিত রেস্তোরাঁয় অভিযান চালায় ইডি। আগামী বছর বিধানসভা ভোট। তার আগে পুরোনো মামলায় নতুন করে ইডি তৎপরতা বাড়ানোয় নানা মহলে প্রশ্ন ওঠে। সেই সময়ে প্রায় ২০ ঘণ্টা তল্লাশির পরে মাঝরাতে সুজিত বসুর অফিস ছাড়ে ইডি।

    যদিও সুজিত বসুর বক্তব্য ছিল, ‘ওরা এর আগেও তল্লাশি করেছিল। কিছুই পায়নি।’ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই সব চলছে বলে, তোপ দেগেছিলেন বিজেপিকে। বলেছিলেন, ‘ওদের লোকজন নেই। দুর্নীতি নিয়ে অনেকে অনেক কিছু বলেছে। প্রমাণ থাকতে হবে তো। মানুষ সব জানে। আমার সার্টিফিকেট এখানকার মানুষ।’

    এ বার মন্ত্রীর স্ত্রী, কন্যা ও পুত্রকে তলব ইডির। সূত্রের খবর, তল্লাশিতে উঠে আসা তথ্যের ভিত্তিতে এই তলব বলে খবর।

  • Link to this news (এই সময়)