মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। ২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন তিনি। ২০২২ সালে ফেরেন তৃণমূলে। এর পরেই প্রশ্ন ওঠে তাঁর বিধায়ক পদ নিয়ে। সংবিধানের ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, দল পরিবর্তন করলে তাঁর বিধায়ক পদ খারিজ হয়। সেই বিষয়টি নিয়েই বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
অভিযোগ ওঠে, বিধানসভার স্পিকার বিরোধী দলনেতার সেই আবেদন খারিজ করে দিয়ে মুকুল রায়ের বিধায়ক পদ বহাল রাখেন। সেই অবস্থান চ্যালেঞ্জ করে মামলা করেন শুভেন্দু। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিল।
সবিস্তারে আসছে