• দিল্লির বিস্ফোরণস্থল থেকে ৩০০ মিটার দূরে উদ্ধার কাটা হাত
    এই সময় | ১৩ নভেম্বর ২০২৫
  • দিল্লির বিস্ফোরণস্থল থেকে ৩০০ মিটার দূরে বৃহস্পতিবার একটি কাটা হাত উদ্ধার হয়েছে। লাজপত রায় মার্কেটের একটি দোকানের উপরে পড়ে ছিল কাটা হাতটি। ঠিক এই দোকানের উল্টোদিকে লালকেল্লার করিডর। এ দিন দিনভর তদন্তকারীরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। দিল্লি পুলিশের পাশাপাশি অন্য তদন্তকারী সংস্থার সদস্যরাও ছিল সেখানে।

    সূত্রের খবর, ফরেন্সিক পরীক্ষার জন্য ওই দেহাংশ নিয়ে যাওয়া হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই নমুনা পরীক্ষা করে ১০ তারিখ, সোমবারের বিস্ফোরণ সম্পর্কে আরও বেশ কিছু তথ্য জানা যাবে।

    দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত ডাক্তার উমর নবি ও ডাক্তার মুজাম্মিলের যে ডায়েরি তদন্তকারীরা পেয়েছেন, তাতে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ তথ্য মিলেছে বলে খবর। তাতে উল্লেখ আছে ৮ থেকে ১২ নভেম্বরের। এই সময়ে তাদের গ্রাউন্ডওয়ার্কের পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে।

    ইতিমধ্যেই সামনে এসেছে, ৬ ডিসেম্বর, বাবরি মসজিদ ধ্বংসের দিন দিল্লিতে সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনা ছিল আততায়ীদের। বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নিতে এই পরিকল্পনা করা হয়েছিল বলেও তদন্তে সামনে এসেছে।

    মুজাম্মিলের ডায়েরি থেকে ২৫ জনের নাম পাওয়া গিয়েছে। বেশির ভাগই জম্মু ও কাশ্মীর এবং ফরিদাবাদের বাসিন্দা। ফরেন্সিক সায়েন্স ল্যাবেরটরি বা FSL এনডিটিভিকে জানিয়েছে, সোমবারের বিস্ফোরণে হাই-গ্রেড বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। যা দেখে মনে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটের থেকেও শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।

  • Link to this news (এই সময়)