• ওয়েবসাইটে ভুয়ো তথ্য, আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে সরকারি নোটিশ
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ১৩ নভেম্বর : সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের। দিল্লি লালকেল্লা বিস্ফোরণে পরোক্ষভাবে জড়িয়েছে পড়েছে হরিয়ানার ফরিদাবাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটির নাম। তাদের বিরুদ্ধে নিজেদের ওয়েবসাইটে ভুয়ো তথ্য দিয়ে পড়ুয়াদের বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে। যে কারণে তাদের নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি-ও। তদন্ত করে দেখা হচ্ছে তাদের আয়ের উৎস।

    বৃহস্পতিবার আল ফালাহ কর্তৃপক্ষকে নোটিশ পাঠায় ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিশন কাউন্সিল বা ‘ন্যাক’। কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের অধীন এই সংস্থাটি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মান মূল্যায়নের দায়িত্বে। অভিযোগ, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ন্যাকের অনুমোদনের মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। নোটিশে এই বিষয়ে কৈফিয়ত চাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। এই নোটিশ পাওয়ার কিছুক্ষণের মধ্যে গোটা ওয়েবসাইটটি নামিয়ে ফেলা হয়।
  • Link to this news (বর্তমান)