• আইনজীবীর চেম্বার থেকে উদ্ধার আইনের ছাত্রীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ : আইনজীবীর চেম্বার থেকে আইনের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কাকদ্বীপে। মৃতের নাম সোনিয়া হালদার। বয়স ২১ বছর। বাড়ি কাকদ্বীপের গান্ধীনগরে। প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের নয়াপাড়া এলাকায় এক আইনজীবীর চেম্বার থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। 

    পরিবার সূত্রে জানা গিয়েছে, সোনিয়া আইন বিষয়ে পড়াশোনা করছিলেন। সেই সুবাদেই কাকদ্বীপ কোর্টের আইনজীবী শেখ মানোয়ার আলমের চেম্বারে প্র্যাকটিসের জন্য যেতেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি চেম্বারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। বিকেলে হঠাৎ খবর আসে, আইনজীবীর চেম্বারে সোনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া গিয়েছে। এরপরই পরিবারের লোকজন ঘটনাস্থলে যান। খবর দেওয়া হয় পুলিশকে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর পরিবারের তরফে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে আইনজীবী মানোয়ার আলমের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে আইনজীবী মানোয়ার আলম পলাতক।
  • Link to this news (বর্তমান)