অনলাইনে প্রতারণার অভিযোগে কেরল থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ। তাঁকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনার কাজ শুরু হয়েছে। এই ঘটনায় আর কে কে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের সাইবার প্রতারণা বা অনলাইন চক্রে যেন রাজ্যবাসী পা না দেন সেই বিষয়ে সতর্ক করা হয়েছে।
এই ঘটনায় সম্প্রতি কেরলে অভিযান চালায় বিধাননগর পুলিশ। সেখান থেকে কোল্লারন মুহাম্মদ সিনু ফালিলকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। তাঁকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনা হচ্ছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে বাকি প্রতারকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সল্টলেকের বাসিন্দা দীপ্তি জৈন বিধাননগর পূর্ব থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ। লিখিত অভিযোগে দীপ্তি জানান, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে প্রতারণা করা হয়েছে। রেস্তরাঁ সংক্রান্ত বিষয় নিয়েই তাঁকে প্রতারিত করা হয় বলে অভিযোগ উঠেছে।
প্রথমে বিশ্বাস অর্জন করতে প্রতারকরা দীপ্তিকে ২,৮৯৭ টাকা পাঠিয়েছিল। পরে তাঁর কাছ থেকে মোট ৬,৬৮,৯০০ টাকা স্থানান্তর করতে প্ররোচিত করা হয়। এই ঘটনায় কেরলে অভিযান চালিয়ে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।