• এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ, পরিবারের সঙ্গে সাক্ষাৎ দেবাংশুর
    দৈনিক স্টেটসম্যান | ১৩ নভেম্বর ২০২৫
  • নদিয়ার তাহেরপুর থানা অন্তর্গত এলাকায় শ্যামল সাহা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে শ্যামল বাবুর, এমনটাই দাবি পরিবারের। এই ঘটনায় শ্যামল সাহার পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব দেবাংশু ভট্টাচার্য। কথা বলেন বৃদ্ধার পরিবারের সঙ্গে।

    উল্লেখ্য, গত ১০ নভেম্বর নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকের কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চককৃষ্ণপুর গ্রামে এক বৃদ্ধার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃত বৃদ্ধার নাম শ্যামল সাহা। পরিবার ও প্রতিবেশীদের দাবি, দীর্ঘদিন ধরে এসআইআর আতঙ্কে ভুগছিলেন তিনি। সেই কারণেই মানসিক অবসাদে মৃত্যু হয় শ্যামল সাহার।

    বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে মৃত পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এদিন মৃত বৃদ্ধার পরিবারের সঙ্গে দেখা করে তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তৃণমূল নেতা। উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলি, জেলা পরিষদের সহকারী সভাধিপতি সজল বিশ্বাস সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

    এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশু জানান, এটি রাষ্ট্রীয় হত্যা, কোনো স্বাভাবিক মৃত্যু নয়। আর এই হত্যার রক্ত লেগে আছে অমিত শাহের হাতে। মতুয়াদেরকেও ভুল বোঝানো হয়েছে। ৮০ লক্ষ মতুয়ার মধ্যে ৫ হাজার মানুষও এখনও পর্যন্ত নাগরিকত্ব পায়নি, কটাক্ষ দেবাংশুর। যদিও এই বিষয়ে মৃতের স্ত্রী এবং সন্তান সকলেই জানিয়েছেন, শাসক দলের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)