পুর দুর্নীতিতে সুজিত বসুর স্ত্রী, পুত্র ও কন্যাকে ইডির তলব
দৈনিক স্টেটসম্যান | ১৩ নভেম্বর ২০২৫
পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর স্ত্রী, পুত্র ও কন্যাকে তলব করল ইডি। আগামী সপ্তাহে তিনটি পৃথক দিনে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সূত্রের দাবি, ১০ বছরের আয়কর রিটার্ন, ব্যাঙ্কের আর্থিক লেনদেনের এবং তাঁদের নামে থাকা সম্পত্তির নথি নিয়ে আসতে বলা হয়েছে।
সম্প্রতি সুজিত বসুর সল্টলেকের অফিস ও তাঁর ছেলের নামে থাকা রেস্তোরাঁয় তল্লাশি চালায় ইডি। এছাড়া সুজিতের ঘনিষ্ঠ একাধিক প্রোমোটার ও দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়ি এবং গুদামেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। সেই অভিযানের পর এক বিবৃতিতে ইডি জানিয়েছিল, ওই অভিযানে নগদ ৪৫ লক্ষ টাকা ও কয়েক কোটি টাকার সম্পত্তির দলিল বাজেয়াপ্ত করেছিল। যদিও কার বাড়ি থেকে সেই টাকা উদ্ধার হয়েছিল, তা জানায়নি ইডি।
উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতির মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন প্রোমোটার অয়ন শীল সহ একাধিক ব্যক্তি। তাঁদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে ইডি। সূত্রের খবর, তদন্তকারীরা ধীরে ধীরে দুর্নীতির মূল শিকড়ে পৌঁছনোর চেষ্টা করছেন। দীর্ঘদিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল সুজিত বসুর নাম। দক্ষিণ দমদম পুরসভার পুর দুর্নীতিতে মন্ত্রীর নাম জড়িয়ে বলে অভিযোগ উঠেছিল। এর আগে ২০২৪ সালে দমকলমন্ত্রীর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা।
ইডি সূত্রের দাবি, সুজিত বসুর অফিস ও তাঁর ছেলের রেস্তোরাঁ থেকে বহু নথি উদ্ধার হয়েছিল। ওই নথি যাচাইয়ের ভিত্তিতে দমকল মন্ত্রীর পরিবারের সদস্য সহ একাধিক ঘনিষ্ঠ ব্যবসায়ীকে তলব করা হয়েছে। ইডি সূত্রে আরও খবর, তদন্তে উঠে আসা নতুন তথ্যের ভিত্তিতেই মন্ত্রীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।