• স্বাভাবিকের ৩ ডিগ্রি নিচে কলকাতার তাপমাত্রা, জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা
    দৈনিক স্টেটসম্যান | ১৩ নভেম্বর ২০২৫
  • রাজ্যের বিভিন্ন জেলায় ক্রমেই কমছে তাপমাত্রা। কলকাতাতেও শীতের দাপট দেখা যাচ্ছে। বৃহস্পতিবার কলকাতার শীতলতম দিন, এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিলাস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৩৯ শতাংশ। আপাতত শহরে শীতের আমেজ বজায় থাকবে।

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদের পতন লক্ষ্য করা যাচ্ছে। তামমাত্রা কমছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের অন্যান্য জেলাগুলিতে। বেলার দিকে রোদের দেখা মিললেও ভোরের দিকেও যথেষ্ঠ ঠান্ডা হাওয়া বইছে। কুয়াশাও দেখতে পাওয়া যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়।

    হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী চার থেকে পাঁচ দিনে খুব একটা বেশি তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই।

    এদিকে, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তার অবস্থান। অন্যদিকে, আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। যদিও হাওয়া অফিসের বক্তব্য, ঘূর্ণাবর্ত বাংলায় তেমন কোনও প্রভাব নাও ফেলতে পারে।

    হাওয়া অফিস এও জানিয়েছে, নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতেই উত্তর-পশ্চিম থেকে ঠান্ডা হাওয়ার জোর বাড়বে, তখন আরও কমবে তাপমাত্রা। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীত আরও বাড়বে। এদিকে বাংলার পাশাপাশি ভিনরাজ্যেও শীতের দাপট দেখা যাচ্ছে। রাজধানী দিল্লিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর প্রদেশে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)