• পার্থকে নিয়ে অবস্থান স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস
    দৈনিক স্টেটসম্যান | ১৩ নভেম্বর ২০২৫
  • প্রায় তিন বছর সাড়ে তিন মাস পর জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকেই রাজ্য-রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছেন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে কি পার্থকে রাজনীতির ময়দানে দেখা যাবে তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। পার্থর বর্তমানে মন্ত্রিত্ব আর নেই। তিনি শুধুমাত্র বেহালা পশ্চিমের বিধায়ক। তাঁকে নিয়ে তৃণমূলের অবস্থান কি তা জানতে উদগ্রীব সাধারণ মানুষ থেকে নেতা-কর্মীরা।

    পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে। দুর্নীতির অভিযোগে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়। তার মধ্যে মাত্র সওয়া তিন বছর কেটেছে। এখনও ২ বছর ৭ মাস সাসপেনশনের মেয়াদ বাকি বলে খবর। সংবাদমাধ্যমে তৃণমূলের এই অবস্থানকেই স্পষ্ট করার বার্তা দেওয়া হয়েছে।

    পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তদন্ত এখনও শেষ হয়নি এবং নির্দোষও প্রমাণিত হননি। জামিনে শুধু মুক্ত। সেকথাও জানানোর নির্দেশে দেওয়া হয়েছে কালীঘাট থেকে। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে সংগঠন বা দলের সক্রিয় সদস্য পদ ফিরিয়ে দেওয়ার কোনও প্রশ্নই নেই বলেও জানা গিয়েছে।

    তৃণমূলের এক নেতা জানিয়েছেন, এটা ঠিক যে দলের অনেক নেতা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে যেভাবে প্রায় ৫০ কোটি টাকা নগদ ও সোনাদানা পাওয়া গিয়েছে তা অকল্পনীয়।

    বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। তাই বিধানসভায় চাইলে যেতে পারেন তিনি। এবার শীতকালীন অধিবেশন যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে রাজনীতির অন্দরে জল্পনা ঘুরপাক খাচ্ছে।

    এ নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘মন্ত্রীসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়নি। তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিধানসভাতে চাইলে আসতে পারেন। বসতে পারেন। উনি আমাদের প্রবীণ সদস্য। আদালতে মামলা চলছে যেমন চলবে। বিধানসভা বিধানসভার নিয়মেই চলবে। শীতকালীন অধিবেশনে চাইলে আসতে পারেন। কোনও বিষয়ে বক্তব্য রাখতে চাইলে সুযোগ হলে আমি সুযোগ করে দেব। যেমন অন্যান্য বিধায়করা সুযোগ পান, তেমনই পাবেন উনি।‘

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)