• আসানসোলে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু
    দৈনিক স্টেটসম্যান | ১৩ নভেম্বর ২০২৫
  • আসানসোলে চালু হল যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে অ্যাম্বুল্যান্স পরিষেবা। রাজ্যের মধ্যে প্রথম পশ্চিম বর্ধমান জেলার নাগরিকরা যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে এই পরিষেবা পাবেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী এক সাংবাদিক বৈঠক করে এই বিশেষ পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই পরিষেবার মাধ্যমে মোবাইলের সাহায্যেই অ্যাম্বুল্যান্স ডাকতে পারবেন সাধারণ মানুষ। আপাতত প্রায় ১৭০ টি অ্যাম্বুল্যান্স এই পরিষেবার অন্তর্ভুক্ত হয়েছে।

    পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছেন, রাজ্য সরকারের পরিবহন দপ্তরের নির্ধারিত নিয়ম অনুযায়ী অ্যাম্বুল্যান্সের ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে। রাতে পরিষেবা দেওয়া হলে সামান্য নাইট চার্জ ধার্য করা হবে। বুধবার থেকে এই পরিষেবাটি কার্যকর করা হয়েছে।

    আসানসোলের বিজয় পাল সরণিতে অবস্থিত পুলিশ কমিশনারের দপ্তরে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক ভি.জি. সতীশ পাসুমারথি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

    উল্লেখ্য, বর্তমানে অ্যাপ ক্যাবের চাহিদা কয়েকগুণ বেড়ে গিয়েছে। অ্যাপ নির্ভর এই ক্যাব পরিষেবা এখন মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। সেই অ্যাপের মাধ্যমে অ্যাম্বুল্যান্স বুক করা গেলে উপকৃত হবেন মানুষ। সেই কারণএ এই পরিষেবা চালু করা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)