• কথা থাকলেও শুরু হয়নি চিংড়িঘাটায় মেট্রোর কাজ! কেন, জানিয়ে দিলেন কর্তৃপক্ষ
    আনন্দবাজার | ১৩ নভেম্বর ২০২৫
  • কথা ছিল নভেম্বরেই শুরু হবে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশের অসম্পূর্ণ কাজ। কিন্তু নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পার হতে চললেও সেই কাজ শুরু হয়নি। এই প্রসঙ্গে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) এসএস কন্নান জানান, কাজ নিয়ে কলকাতা পুলিশের থেকে এখনও ছাড়পত্র (নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি) মেলেনি। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহেই মিলবে সেই ছাড়পত্র।

    নিউ গড়িয়া থেকে মেট্রোয় চেপে এখন বেলেঘাটা পর্যন্ত যাওয়া যায়। কিন্তু বিমানবন্দর পর্যন্ত পরিষেবা নেই। গত ফেব্রুয়ারি মাস থেকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ চিংড়িঘাটায় আটকে রয়েছে। প্রায় গোটা প্রকল্প শেষ হলেও মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ অসম্পূর্ণ রয়ে যাওয়ায় নতুন লাইনের সম্প্রসারণ আটকে গিয়েছিল। কলকাতা পুলিশের ছাড়পত্র না-পাওয়ায় কাজ এগোয়নি।

    কলকাতা হাই কোর্টে রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-এর আইনজীবী গত সেপ্টেম্বরে জানিয়েছিলেন, নভেম্বর থেকে ওই অসম্পূর্ণ অংশে কাজ শুরু হবে। কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, কেএমডিএ, পরিবহণ দফতর, মেট্রো এবং আরভিএনএল-এর প্রতিনিধিদের মধ্যে বৈঠকে এই সমাধানসূত্র উঠে এসেছে আগেই। ওই আইনজীবী আরও জানান, চিংড়িঘাটা মোড়ের কাছে অসম্পূর্ণ তিনটি স্তম্ভের কাজ শেষ করবেন আরভিএনএল কর্তৃপক্ষ। কাজ চলাকালীন চিংড়িঘাটা মোড়ে যান নিয়ন্ত্রণ ও বিকল্প রাস্তায় গাড়ি চলাচলের জন্য পদক্ষেপ করবে রাজ্য। কিন্তু নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ কাটতে চললেও সেই কাজ শুরু হয়নি।

    নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো চলাচল শুরু হলে দক্ষিণ কলকাতা, তথা শহরতলির মানুষজনের সেক্টর ফাইভ, নিউটাউনে অফিসে যাতায়াত করতে সুবিধা হবে। দমদম বিমানবন্দরে পৌঁছোতেও সুবিধা হবে তাঁদের।
  • Link to this news (আনন্দবাজার)