• জনপ্রিয় অভিনেত্রী জয়াপ্রদার হাত থেকে ‘এক্সিলেন্স ইন্ডিয়া অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন বাংলার কন্যা পায়েল মিঠাই সরকার
    প্রতিদিন | ১৪ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পায়েল মিঠাই সরকার বেশ চর্চিত একটি নাম। তাঁকে ঘিরে জড়িয়ে রয়েছে বহু মানুষের স্বপ্ন। তিনি একা হাতে দায়িত্ব নিয়েছেন ১৫০ জন ক্যানসার আক্রান্ত শিশুর। এছাড়াও যে সমস্ত মেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্সের স্বীকার, তাদের নিয়ে এগিয়ে চলেছেন পায়েল। সমাজের বিভিন্ন স্তরকে তার যোগ্য ন্যায় পাইয়ে দিতে বদ্ধপরিকর তিনি। তাই তো পায়েল সমাজকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করেছেন। আর তার পরিশ্রমের ফল স্বরূপ বিশেষ সম্মানে সম্মানিত হলেন তিনি।

    সম্প্রতি দিল্লি থেকে পায়েল পেলেন বিশেষ সম্মান। বলিউডের কিংবদন্তি অভিনেত্রী এবং রাজ্যসভার হাইভোল্টেজ সাংসদ জয়াশপ্রদার হাত থেকে পায়েল গ্রহণ করলেন ‘এক্সিলেন্স ইন্ডিয়া অ্যাওয়ার্ড’। বাংলার মেয়ে পায়েল এই সম্মান উৎসর্গ করেছেন সেই সমস্ত মেয়েদেরকে যারা জীবনযুদ্ধে বহু প্রতিকূলতা সত্ত্বেও লরাইটা থামাননি। তাই তো বিশেষ এই পুরস্কার ডেডিকেট করলেন অ্যাসিড আক্রান্ত মেয়েকে, ক্যান্সার আক্রান্ত শিশুদেরকে।

    পুরস্কার গ্রহণ করে পায়েল জানান, ‘আজ এই সম্মান আগামীদিনে আমার কাজকে আরও দায়বদ্ধ করে তুলল; এই টুকু বলতে পারি বাংলাতে ফিরে সকল মানুষ অন্যরকম ভাবে অন্য পায়েলকে দেখতে পাবেন”। পায়েলের এই সম্মানপ্রাপ্তিতে খুশি বাংলার মানুষ। পায়েলকে শুভেচ্ছা জানিয়েছন মুর্শিদাবাদের সাগরদিঘী থেকে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের ফুল টিম এবং সম্পাদক সঞ্জীব দাস।
  • Link to this news (প্রতিদিন)