SIR-এ ব্যস্ত সব স্যর! অন্য স্কুল থেকে শিক্ষক এনে পড়াশুনা উলুবেড়িয়ায়
প্রতিদিন | ১৪ নভেম্বর ২০২৫
মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: এসআইআর আবহে সমস্যা বেড়েছে বিভিন্ন স্কুলে। শিক্ষকরা এসআইআরের কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় বিভিন্ন স্কুলে পঠনপাঠন প্রায় শিকেয় উঠেছে। এই অবস্থায় পড়ুয়াদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
উলুবেড়িয়ার পূর্ব তপনা প্রাথমিক বিদ্যালয়ে মোট চারজন শিক্ষক। এই চারজন শিক্ষকই এসআইআরের দায়িত্ব পেয়েছেন। এই অবস্থায় পড়াশোনা কার্যত লাটে উঠতে বসেছিল বলে জানা গিয়েছে। এবার সেই বিদ্যালয়ে অন্য একটি বিদ্যালয় থেকে এক শিক্ষককে অস্থায়ীভাবে ট্রান্সফার করা হয়েছে। তিনি সেখানে ক্লাস শুরু করেছেন। ওই স্কুলের প্রধান শিক্ষকের দাবি কিছুটা হলেও সমস্যা মিটেছে এই ব্যবস্থায়।
পূর্ব তপনা প্রাথমিক বিদ্যালয়ে চারজন শিক্ষক রয়েছে। এখানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছটি শ্রেণীর পড়ুয়াদের পঠন পাঠন চলে। স্কুলের মোট ছাত্র সংখ্যা ১০২ জন। কিন্তু স্কুলের সব শিক্ষক শিক্ষিকাকেই এসআইআরের কাজের দায়িত্ব দিয়ে দেওয়ায় সমস্যায় পড়ে যায় পড়াশোনার বিষয়টি। শিক্ষক শিক্ষিকারা কখনও টিফিনের সময় এবার কখনও ছুটির অনেক আগেই পড়ুয়াদের ছেড়ে দিতে বাধ্য হন। এসআইআরের কাজে জনগণের মধ্যে ফর্ম বিলির জন্য পড়ুয়াদের ছুটি দিতে বাধ্য হচ্ছিলেন শিক্ষকরা।
এই সমস্যার বিষয়টি ব্লক প্রশাসন এবং ব্লক শিক্ষা দপ্তর জানার পরেই ব্যবস্থা নিতে উদ্যোগী হয়। তারা রণমহল শোভানিয়া প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক প্রসেনজিৎ সরকারকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে। তাঁকে পূর্ব তপনা প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে ট্রান্সফার করা হয়েছে। উলুবেড়িয়ার ১ নম্বর ব্লকের বিডিও রিয়াজুল হক বলেন, ‘চারজন শিক্ষক এসআইআরের কাজে যাওয়ার ফলে সমস্যা তো হবেই। তাই সমস্যার সমাধানে অন্য এক স্কুলের এক শিক্ষককে ওই স্কুলে আপাতত ট্রান্সফার করা হয়েছে। তিনি সেখানে পঠন পাঠান সহ প্রয়োজনীয় দায়িত্ব পালন করবেন।’ প্রধান শিক্ষক প্রভাস পাখিরা বলেন, ‘ওই শিক্ষক আমাদের বিদ্যালয়ে জয়েন করেছেন। উনি ক্লাস নিচ্ছেন। সমস্যা অনেকটা মিটেছে। এজন্য ব্লক প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।’