নববধূদের পাশে ‘কেষ্ট’, SIR-এর মাঝে বোলপুরের রমণীদের আশ্বাস অনুব্রতর
প্রতিদিন | ১৪ নভেম্বর ২০২৫
দেব গোস্বামী, বোলপুর: এসআইআর আবহে ফের বিতর্কের মুখে অনুব্রত মণ্ডল। বোলপুরে এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বক্তব্য দিতে উঠে বললেন, ”যে যেখানে আছেন, যাঁরা বউ হয়ে এসেছেন এখানে, তাঁদের মা-বাবার নাম ২০০২ সালের ভোটার তালিকায় আছে। নিশ্চয়ই খুঁজলে পেয়ে যাবেন। আমাদের লোকেরা আছে, ঠিক নাম তুলে দেবে ভোটার লিস্টে।” আর তাঁর এই মন্তব্যই নতুন করে বিতর্কের জন্ম দিল। বীরভূমের বিরোধী শিবিরের দাবি, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলা এসআইআর প্রক্রিয়ায় সরাসরি দলীয় হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন অনুব্রত মণ্ডল। নিরপেক্ষতা নিয়ে তাই প্রশ্ন উঠছেই। একধাপ এগিয়ে সিপিএমের হুঁশিয়ারি, স্বচ্ছ ভোটার তালিকা না তৈরি হলে বড়সড় আন্দোলনে নামবে।
বুধবার রাতে নিজের ভোটগ্রহণ কেন্দ্র বুথে বোলপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে কালিকাপুরে দলীয় শিবিরে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত বলেন, “যে যেখানে আছেন, যারা বউ হয়ে এসেছেন, তাঁদের মা-বাবার নাম ২০০২ সালের ভোটার তালিকায় আছে। নিশ্চয়ই খুঁজলে পেয়ে যাবেন। আমাদের লোকেরা আছে, ঠিক নাম তুলে দেবে ভোটার লিস্টে। এনআরসি হলেও চিন্তা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কাউকে জেলে যেতে হবে না।” তিনি আরও বলেন, “অসমে ১৭ লক্ষ ভোটার বাদ গিয়েছিল। তখন অনেকে ভেবেছিলেন মুসলমানরা বাদ যাবে, কিন্তু বাদ পড়ে ১৪ লক্ষ হিন্দু ও মাত্র ৪ লক্ষ মুসলমান। তাই চিন্তার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আমাদের লোকেরা আছে, ঠিক ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দেবে।”
অনুব্রতর এই মন্তব্য ঘিরেই বিতর্ক তৈরি হয়। বিরোধীদের দাবি, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলা এসআইআর প্রক্রিয়ায় সরাসরি দলীয় হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন বীরভূমের দাপুটে নেতা! ওই সভায় অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন বোলপুর পুরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ, কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ সহ অন্যান্য পুর-প্রতিনিধি ও দলীয় কর্মী-সমর্থকরা। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের প্রতিক্রিয়া, “আমরা বারংবার অভিযোগ করছি এসআইআর প্রক্রিয়া স্বচ্ছভাবে হচ্ছে না। তৃণমূল দলীয়ভাবে বিএলও-দের প্রভাবিত করছেন। আর অনুব্রত মণ্ডলের বক্তব্যে সেটাই প্রমাণিত। কীভাবে দলের লোক ভোটার তালিকায় নাম তুলতে পারে। আত্মবিশ্বাসই প্রমাণ করছে অনিয়ম হচ্ছে।”
সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, “নির্বাচন কমিশনের নিয়মমাফিক কাজে বেনিয়মের অভিযোগ উঠছে ভুড়ি ভুড়ি। এছাড়াও জেলা জুড়েই বিএলও-দের প্রভাবিত করছে তৃণমূল। আগামী দিনে স্বচ্ছ ভোটার তালিকার দাবিতেই আন্দোলনে নামবে সিপিএম।” যদিও এ প্রসঙ্গে তৃণমূলের কোর কমিটির সদস্যদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কর্মীদের দাবি, “অনেকে নিবিড় সংশোধনী পূরণ করতে পারছেন না এই প্রসঙ্গেই অনুব্রত মণ্ডল দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন দেখা নেওয়ার জন্য। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্প করে সহযোগিতা করা হচ্ছে।”