• আগামী রবিবার ফের বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রাস্তা জানিয়ে বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের
    প্রতিদিন | ১৪ নভেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার ১৬ তারিখ বন্ধ থাকবে রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু। রবিবার গাড়ি চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতা পুলিশের নগরপালের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

    পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তি বলা হয়েছে আগামী রবিবার ১৬ নভেম্বর সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এই সময়কালে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্যই বন্ধ থাকবে সেতু। দ্বিতীয় হুগলি সেতুতে যানচলাচল বন্ধ থাকলে, সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এই পরিস্থিতিতে যানজট কমিয়ে যানচলাচল স্বাভাবিক রাখাই চ্যালেঞ্জ কলকাতা পুলিশের। হাওড়া ব্রিজ দিয়ে ব্যবহারের কথা বলা হয়েছে পুলিশের তরফে। বিকল্প রুটে যান চলাচলের বন্দোবস্ত করা হয়েছে।

    পুলিশের তরফে জানানো হয়েছে, এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর উদ্দেশ্যে আসা যানগুলিকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়িগুলিকে সেন্ট জর্জেস গেট রোড ? স্ট্র্যান্ড রোড ? হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে কে.পি. রোড ধরতে হবে। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে বিদ্যাসাগর সেতুর উদ্দেশ্যে আসা সকল ধরণের যানবাহনকে হেস্টিংস ক্রসিং থেকে বাম দিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখেও বন্ধ ছিল বিদ্যাসগর সেতু। তখনও রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ রাখা হয়েছিল এই সেতুটি। বেশ কয়েকদিন ধরেই সেতুটির কাজ চলছে।
  • Link to this news (প্রতিদিন)