ডেটিং অ্যাপের ‘ফাঁদ’, অর্থের প্রলোভনে একাধিক বেআইনি কাজ! একইদিনে গ্রেপ্তার ৩ মহিলা
প্রতিদিন | ১৪ নভেম্বর ২০২৫
অর্ণব আইচ: প্রতারণার অভিযোগে একইদিনে বিভিন্ন এলাকা থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার তিন মহিলা। ডেটিং অ্যাপের মাধ্যমে বন্ধুত্বের ফাঁদ পেতে প্রতারণা! অতিরিক্ত আয়ের লোভ দেখিয়ে অনলাইনে টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার ২ যুবতী। অন্যদিকে, আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জমি বিক্রির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক বৃদ্ধা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার লিলুয়ায় অভিযান চালিয়ে রিয়া রায় নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, ডেটিং অ্যাপের মাধ্যমে বন্ধুত্বের নামে ফাঁদ পেতে প্রতারণা চক্র চালাতেন। এই চক্রের ফাঁদে পড়ে একাধিক ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন। এই সংক্রান্ত বহু অভিযোগ আসছিল কলকাতা সাইবার পুলিশের কাছে। তারপরই অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় মহিলার থেকে দু’টি মোবাইল ফোন। আরও ডিভাইস বাজেয়াপ্ত করেছে পুলিশ।
অন্যদিকে, অনলাইনে টাকা হাতানোর অভিযোগে পার্ক স্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন রজিয়া মণ্ডল নামের এক মহিলা। অভিযোগ ধৃত মহিলা মিউচুয়াল ফান্ডে কাজ করতেন। পরে চাকরি ছেড়ে দেন। কিন্ত গত ২০২২ সালে এক ব্যক্তির ২ লক্ষের বেশি টাকা ওই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল। তিনি তা ফেরত দেননি বলে অভিযোগ। এদিন ধৃতকে পুলিশ আদালতে হাজির করে। আদালত রজিয়াকে ১৮ নভেম্বর অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
অন্যদিকে, আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পার্ক স্ট্রিট এলাকার একটি সম্পত্তি বিক্রি করে লালবাজারের জালিয়াতি দমন শাখার গোয়েন্দাদারা প্রভাদেবী সরাফ নামে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে। বৃদ্ধাকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। সরকারি কৌঁসুলি সওয়ালে জানান, নথিপত্র জাল করে আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পার্ক স্ট্রিট এলাকার একটি সম্পত্তি বিক্রি করে দেন বৃদ্ধা। ২কোটি ৭ লাখে সেই সম্পত্তি বিক্রি হয়। এদিন আদালত ধৃতকে ১৮ নভেম্বর অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।