• বিচারকের স্বাক্ষরই জাল! নতুন করে হলফনামা প্রদান স্থগিত করার নির্দেশ আদালতের
    এই সময় | ১৪ নভেম্বর ২০২৫
  • বিচারকের স্বাক্ষর জাল করে হলফনামা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। দিনের পর দিন এই ঘটনা ঘটেছে বলেও অভিযোগ। এই ঘটনা সিউড়ির জেলা আদালতের। কে বা কারা এর সঙ্গে যুক্ত , তা স্পষ্ট না হলেও বিষয়টি নজরে এসেছে আদালতের। তার পরেই কড়া সিদ্ধান্ত নিয়েছে বীরভূম জেলা আদালত। সেখান নতুন করে হলফনামা প্রদান স্থগিত রাখা হয়েছে। এর ফলে বন্ধ হয়ে যেতে বসেছে বিচার প্রক্রিয়া।

    আদালত সূত্রে খবর, এই নিয়ে নোটিস জারি করা হয়েছে আদালতের তরফে। ওই নোটিসেই হলফনামা নিয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জেলা আদালতের তরফে এই ভাবে ‘হলফনামা’ সাময়িক ভাবে বন্ধ থাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই নির্দেশ জারির পর সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বিচার চাইতে আসা ব্যক্তিরা জানিয়েছেন, আইনজীবীরা তাঁদের স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, এখন হলফনামা হচ্ছে না। কারণ তাতে বিচারকরা স্বাক্ষর করছেন না।

    হলফনামা বন্ধ থাকার কথা জানালেও তার কারণ স্পষ্ট করে বলতে চাইছেন না আইনজীবীরা ।

    সিউড়ি বার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ‘ ’ বিশেষ কারণে জেলা আদালতের বিচারক আমাদের বার অ্যাসোসিয়েশনের কাছে একটি নোটিস পাঠিয়েছেন। তার ভিত্তিতেই নতুন করে হলফনামা করা বন্ধ রয়েছে।’ বার অ্যাসোসিয়েশনের বৈঠকের পর এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হতে পারে বলে জানিয়েছেন তিনি।

    একই কথা বলছেন বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়ও। তিনি বলেন, ‘হলফনামা বন্ধ রাখার কোনও কারণ এখনও সরকারিভাবে আমাদের জানানো হয়নি। বিচারকের সঙ্গে এই বিষয় নিয়ে আমাদের কোন কথাও হয়নি।’

    আজ,শুক্রবার এই নিয়ে বিচারকের সঙ্গে বৈঠক হওয়ার কথা আছে আইনজীবীদের। সেখানেই পরবর্তী পদক্ষেপ করা নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)