শ্রম শক্তি নীতি, সমালোচনার জের, শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে বৈঠকে কেন্দ্র
বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রবল সমালোচনার জের। অবশেষে খসড়া শ্রম শক্তি নীতি, ২০২৫ নিয়ে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসতে একপ্রকার বাধ্য হল মোদি সরকার। বৃহস্পতিবার দিল্লিতে সর্বভারতীয় শ্রমিক সংগঠন এবং মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। গত ৮ অক্টোবর শ্রম শক্তি নীতি প্রকাশ করেছিল শ্রমমন্ত্রক। গত ২৭ অক্টোবর পর্যন্ত এর উপর মতামত দিতে বলা হয়েছিল। সেক্ষেত্রে সব পর্ব মিটে যাওয়ার পর কার্যত দায়সারাভাবে কেন শ্রমিক নেতৃত্বকে বৈঠকে ডাকা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিনের বৈঠকে এআইটিইউসি, সিটু সহ ১০টি শ্রমিক সংগঠন দাবি জানিয়েছে, অবিলম্বে শ্রম শক্তি নীতি, ২০২৫ প্রত্যাহার করতে হবে। পরিবর্তে ইন্ডিয়ান লেবার কনফারেন্স (আইএলসি) নিয়ে পদক্ষেপ করতে হবে। কারণ দীর্ঘদিন ধরেই জাতীয় শ্রম সম্মেলনের আয়োজন বন্ধ রয়েছে। শ্রমিক নেতৃত্বের আরও অভিযোগ, শ্রম শক্তি নীতি আদতে শ্রমিক স্বার্থবিরোধী। তাদের অভিযোগ, এর ফলে বেসরকারিকরণ এবং ঠিকাদারনির্ভর কাজের পরিবেশ তৈরি করা হচ্ছে। এমনকি ‘গিগ’ কর্মীদের (প্রধানত অনলাইন ডেলিভারি কাজের সঙ্গে যাঁরা যুক্ত) সামাজিক সুরক্ষা ছাড়াই কাজ করার পরিস্থিতি তৈরি করা হতে পারে।